তাম্রলিপ্ত পুরসভায় তৃণমূলের প্রত্যাবর্তনমোট ওয়ার্ড সংখ্যা ২০। *তৃণমূল - ১৮। বিজেপি - ২*১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায় । জিতেছেন ১৪১৩ ভোটে।২ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের বৈশাখি মাইতি । জিতেছেন ১১২৮ ভোটে।৩ নং ওয়ার…
তাম্রলিপ্ত পুরসভায় তৃণমূলের প্রত্যাবর্তন
মোট ওয়ার্ড সংখ্যা ২০। *তৃণমূল - ১৮। বিজেপি - ২*
১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায় । জিতেছেন ১৪১৩ ভোটে।
২ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের বৈশাখি মাইতি । জিতেছেন ১১২৮ ভোটে।
৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের তৃপ্তি ভট্টাচার্য । জিতেছেন ১৫৮ ভোটে।
৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের বিমল চন্দ্র ভৌমিক । জিতেছেন ৯৭৫ ভোটে।
৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুফিয়া বেগম । জিতেছেন ১৯১ ভোটে।
৬ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের স্বস্তিকা দাস। জিতেছেন ৩৩১ ভোটে।
৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের চন্দন দে । জিতেছেন ৮৭৩ ভোটে।
৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সৌমেন চক্রবর্তী । জিতেছেন ১৫৪ ভোটে।
৯ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের আনোয়ারা বেগম । জিতেছেন ১৭২৮ ভোটে।
১০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের পার্থ সারথী মাইতি । জিতেছেন ৪৮২ ভোটে।
১১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের গৌতম কুমার পাল । জিতেছেন ৩৪০ ভোটে।
১২ নং ওয়ার্ডে জয়ী তৃনমূলের লীনা মাভোই রায় । জিতেছেন ১১৯৮ ভোটে।
১৩ নং ওয়ার্ডে জয়ী বিজেপির জয়া দাস নায়েক । জিতেছেন ১২০ ভোটে।
১৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের বৈদ্যনাথ সিনহা। জিতেছেন ৮৪২ ভোটে।
১৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সুব্রত রায় । জিতেছেন ২২৩ ভোটে।
১৬ নং ওয়ার্ডে জয়ী দেবশ্রী দাস মাইতি । জিতেছেন ৭৮৭ ভোটে।
১৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অলোক সাঁতরা । জিতেছেন ৪৪৬ ভোটে।
১৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের কানাইলাল দাস
। জিতেছেন ৩১২ ভোটে।
১৯ নং ওয়ার্ডে জয়ী বিজেপির সবরী চক্রবর্তী । জিতেছেন ১৮৫ ভোটে।
২০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের চঞ্চল কুমার খাঁড়া । জিতেছেন ১১৩৪ ভোটে।
No comments