Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২০ মার্চ রবিবার মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে সাংবাদিক বৈঠক-বিধায়ক তিলক কুমার চক্রবর্তী

২০ মার্চ রবিবার মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে   সাংবাদিক বৈঠক-বিধায়ক তিলক কুমার চক্রবর্তী

 পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক মহিষাদল বিধানসভার বিধায়কMLA Fan Club  এর উদ্যোগে   ২০ মার্চ রবিবার সকাল ১১ টায় মহিষাদল পঞ্চায়েত সমিতির …

 




২০ মার্চ রবিবার মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে   সাংবাদিক বৈঠক-বিধায়ক তিলক কুমার চক্রবর্তী



 পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক মহিষাদল বিধানসভার বিধায়কMLA Fan Club  এর উদ্যোগে   ২০ মার্চ রবিবার সকাল ১১ টায় মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে   সাংবাদিক বৈঠক করেন-ছবিলাল মাইতি (সভাপতি) ।  ছিলেন এলাকার ভূমিপুত্র বিধায়ক তিলক কুমার চক্রবর্তী তিনি জানান মহিষাদল বিধানসভা একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে ভারতের স্বাধীনতার সময় স্বাধীনতা সংগ্রামী মুলত নেতৃত্ব দিয়েছিলেন এই মহিষাদল থেকেই। সংস্কৃতির ধারক বাহক এই মহিষাদল । খেলাধুলার মানোন্নয়নের জন্য ২০০৮-২০০৯  আর্থিক বর্ষে মহিষাদল রাজ পরিবারের পাশে স্টেডিয়ামে সেই খেলার মাঠটিকে স্টেডিয়াম করার লক্ষ্য নিয়ে এগিয়ে ছিলেন তৎকালীন বিধায়ক ।পরবর্তীকালে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি  উদ্যোগ নিয়ে ছিলেন। তিনি জানান এলাকার মানুষের অন্যান্য খেলার মান উন্নয়নের জন্যই তিনি এই খেলা শুরু করলেন এবং স্টেডিয়ামের কাজ যত দ্রুত সম্পন্ন করা যায় তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আলোচনা করে এই স্টেডিয়ামের কাজ শেষ করতে চান । আগামী ২৬ এবং ২৭ ‌মার্চ দু'দিনব্যাপী চলবে দিবারাত্রি ক্রিকেট এবং ফুটবল প্রতিযোগিতা প্রতিটি খেলায় ৮ টি টিম  এই খেলায় অংশগ্রহণ করবেন। সকলকে সাদর আহ্বান জানান বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এমএলএ ফ্যান ক্লাব সভাপতি ছবি মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments