Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে অধিকারী ঘনিষ্ঠ অফিসারের সহধর্মিনী

তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে অধিকারী ঘনিষ্ঠ অফিসারের সহধর্মিনী পুরভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় অধিকারীদের হয়ে ‘প্রভাব’ খাটানোর অভিযোগ উঠেছিল সস্ত্রীক তাঁর বিরুদ্ধে৷ এহেন বিতর্কিত অফিসারের স্ত্রীকেই দেখা গেল তৃণমূলের অনুষ্ঠান …

 




তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে অধিকারী ঘনিষ্ঠ অফিসারের সহধর্মিনী

 পুরভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় অধিকারীদের হয়ে ‘প্রভাব’ খাটানোর অভিযোগ উঠেছিল সস্ত্রীক তাঁর বিরুদ্ধে৷ এহেন বিতর্কিত অফিসারের স্ত্রীকেই দেখা গেল তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে৷ যাকে ঘিরে নতুন করে শোরগোল পড়েছে কাঁথির রাজনৈতিক মহলে৷

ঘটনার সূত্রপাত, কাঁথি পুরসভা এবারে এককভাবে দখল করেছে তৃণমূল৷ অবসান হয়েছে চার দশকের অধিকারী ‘দাপট’৷ এই পর্বের মাঝেই সামনে আসে কাঁথি পুরসভার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানের একটি অডিও ক্লিপ৷ 

এই নিয়ে বির্তক রয়েইছে৷ ইতিমধ্যে দিলীপ চৌহান ও তাঁর স্ত্রী তথা পুরকর্মী অরুপা চৌহানের ( মিশ্র) বিরুদ্ধে কাঁথি থানায় মামলা দায়ের করেন কাঁথি পুরসভার উপপ্রধান সুপ্রকাশ গিরি ও কাঁথি পুরসভা কর্মচারী সংগঠনের সম্পাদক খোকন চক্রবর্তী৷ প্রাণহানির আশঙ্কা করেই মামলা করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।

এরই মাঝে রবিবার কাঁথি পুর এলাকায় তৃণমূল কংগ্রেসের আহবানে কাঠের টাউনহলে রাজ্য তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ ও কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্নাকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুরে বিধায়ক উত্তম বারিক , কাউন্সিলর ইনচার্জ রিনা দাস, একাধিক কাউন্সিলররা। মঞ্চে ছিলেন কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানের স্ত্রী অরূপা চৌহান (মিশ্র)। সেই ছবি পটাশপুরে বিধায়ক উত্তম বারিক তার ফেসবুক পেজে শেয়ার করেন।

তারপরই সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। যদিও পুরপ্রধান সুবল মান্না বলেন, “অরূপা চৌহান (মিশ্র) মঞ্চে থাকার কথা জানা নেই। তবে আমি এই বিষয়ে বেশি কিছু মন্তব্য করব না৷” বস্তুত, কাঁথির উপকনঠে সুবলবাবু একসময় শুভেন্দুঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন৷ যদিও অরূপা চৌহান ( মিশ্র ) মঞ্চে থাকার কথা স্বীকার করে নেন কাউন্সিলর ইনচার্জ রিনা দাস । তিনি বলেন, ” উনি পুরসভার মহিলা সেলফ হেলফ গ্রুপের দায়িত্বে রয়েছেন। তাই ওনাকে অতিথি আপ্যায়ন করার জন্য ডাকা হয়েছিল।’’ একই সঙ্গে রিনাদেবীর ব্যাখ্যা, ‘‘ তৎকালীন শুভেন্দু অধিকারীরা পুরসভা চালাতেন। তাই তাদের সঙ্গে চাকুরি করতেন অরুপাদেবী। তার মানে এই নয় যে ওরা এখন তাদের কথা মতন চলছেন!’’

প্রসঙ্গত ,গত কয়েকদিন আগে কাঁথিতে ভাইরাল হয়েছিল একটি অডিও ক্লিপ। অডিও ক্লিপে কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক মহিলার সঙ্গে কথোপকথনে বলছেন, ‘পুরো নির্বাচনে যাতে তৃণমূলের চারজন কাউন্সিলর টিকিট না পান।’ তাদের মধ্যে ছিলেন মন্ত্রী পুত্র সুপ্রকাশ গিরি, সুরজিৎ নায়ক, তনুশ্রী চক্রবর্তী ও শেখ সাবুল। পরবর্তী কথোপকথনে পুরসভার কর্মী ও পুর কর্মচারীদের সংগঠনের সম্পাদক তথা কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তীর স্বামী খোকন চক্রবর্তীকে শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ৷ তারই ভিত্তিতে মামলা দায়ের করেছেন কাঁথির ভাইস চেয়ারম্যান৷ মামলা চলছে৷ তারই মাঝে তৃণমূলের অনুষ্ঠানে অধিকারী ঘনিষ্ঠ সেই আধিকারিকের পত্নীর উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই চড়ছে জল্পনার পারদ৷

No comments