Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জলাশয় বাঁচিয়ে কর্মসংস্থানের দিশা দেখাবে হলদিয়া

জলাশয় বাঁচিয়ে কর্মসংস্থানের দিশা দেখাবে হলদিয়া উন্নয়ন পর্ষদজলাশয় সংরক্ষণ এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্যোগী হলদিয়া উন্নয়ন পর্ষদ। তার ফলে কর্মসংস্থান যেমন হবে তেমনি জলাশয়গুলো সুন্দর হবে ।হলদিয়া উন্নয়ন পর্ষদ…

 




জলাশয় বাঁচিয়ে কর্মসংস্থানের দিশা দেখাবে হলদিয়া উন্নয়ন পর্ষদ

জলাশয় সংরক্ষণ এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্যোগী হলদিয়া উন্নয়ন পর্ষদ। তার ফলে কর্মসংস্থান যেমন হবে তেমনি জলাশয়গুলো সুন্দর হবে ।হলদিয়া উন্নয়ন পর্ষদ এর  আওতাধীন ৩৯ টি জলাশয় রয়েছে যার মোট জমির পরিমাণ প্রায় ৯৪ একর। দীর্ঘদিন ধরে সেগুলি সংস্কার করা হয়নি ফলে বেশ কিছু জায়গায় মুছে গিয়েছে এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে যার ফলে ভোগ করতে হচ্ছে এলাকার বাসিন্দা হলদিয়া উন্নয়ন পর্ষদ সূত্রের খবর বছরের-পর-বছর জলাশয়গুলো সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছিল উন্নয়ন পর্ষদ নিজেদের জলাশয় গুলি চিহ্নিতকরণের উদ্যোগী হলে দেখা যায় প্রায় 39 টি জলাশয় তাদের অধীনে রয়েছে বর্তমানে ওই জলাশয় থেকে কোনরকম আয়না পর্ষদের সেজন্য উন্নয়ন পর্ষদ তাদের অধীনে থাকা জলাশয় গুলি লিস্ট দেওয়ার উদ্যোগ নিয়েছে এর জন্য পর্ষদের তারা বিভিন্ন গোষ্ঠীর দেওয়া হবে জলাশয় গুলি আয় বাড়বে হলদিয়া উন্নয়ন পর্ষদের। পাশাপাশি জলাশয়গুলোতে মাছ চাষের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ হবে। এলাকায় এক বাসিন্দা বললেন দূর্গা চক এলাকার একাধিক জলাশয় রয়েছে ঠিকই কিন্তু আশপাশের গাছের পাতা এবং এলাকার লোকদের ফেলা আবর্জনা কয়েকটি জলাশয় কার্যত বর্জের স্তূপ হয়ে দাঁড়িয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি জ্যোতির্ময় কর বলেন স্বনির্ভর গোষ্ঠীর  মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।


No comments