Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেঁচে ফিরেছি এই অনেক।বাড়ি ফেরার কোনও আশা ছিল না।'দেশে ফিরে বললেন হলদিয়ার মেডিক্যাল কলেজ ছাত্রী দীপাঞ্জলী বেরা

বাড়ি ফিরে এসে বাবার সঙ্গে দীপাঞ্জলি।
বেঁচে ফিরেছি এই অনেক।বাড়ি ফেরার কোনও আশা ছিল না।'দেশে ফিরে বললেন হলদিয়ার মেডিক্যাল কলেজ ছাত্রী দীপাঞ্জলী বেরাআজ যুদ্ধের ১২তম দিন।রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন।ফের বৈঠকে রাশিয়া-ইউক্রেন। মিলবে…

 



বাড়ি ফিরে এসে বাবার সঙ্গে দীপাঞ্জলি।


বেঁচে ফিরেছি এই অনেক।বাড়ি ফেরার কোনও আশা ছিল না।'দেশে ফিরে বললেন হলদিয়ার মেডিক্যাল কলেজ ছাত্রী দীপাঞ্জলী বেরা

আজ যুদ্ধের ১২তম দিন।রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন।ফের বৈঠকে রাশিয়া-ইউক্রেন। মিলবে কি রফাসূত্র?এখনও আটকে বহু ভারতীয় ছাত্রছাত্রী।বিদেশে পড়াশোনা করতে গিয়ে ইউক্রেনে আটকে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ৪ ন‌ং ওয়ার্ডের বাসিন্দা হারাধন বেরার একমাত্র মেয়ে মেডিক্যাল কলেজ ছাত্রী দ্বীপাঞ্জলি বেরা।তিনি কিয়েভ মেডিক্যাল কলেজের ষষ্ঠ বর্ষের ছাত্রী।বাড়ি হলদিয়ার গিরিশমোড় সংলগ্ন বাসুদেবপুরের সৃজণ সরণী তে।গত ২৫ শে ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়।এরপর সাইরেন বাজাতেই বাঙ্কারে গিয়ে আশ্রয় নিয়েছেন মেডিক্যালের ফাইনাল ইয়ারের ওই ছাত্রী।খবর পেয়েই ভীষণ উদ্বেগের মধ‍্যে পড়েন পরিবারের সদস্যরা।সুযোগ পেলেই দফায় দফায় সরাসরি ফোন ও হোয়াটস্যাপে মেসেজ ও ভিডিও কল করে ওই ছাত্রী।বাড়ি ফিরে আসার জন‍্য আকুতি মিনতি করতে থাকে দ্বীপাঞ্জলি।বাঙ্কারের মধ‍্যে জল ও খাবার না পেয়ে ঠান্ডার মধ‍্যে থাকতে হয়।নিজের কষ্টের কথা বাড়িতে জানাতে থাকে।২০১৬ সালে ইউক্রেনে যায় ওই মেধাবী ছাত্রী।৬ বছরের মেডিক্যাল কোর্স চলতি বছরের মে মাসে ফাইনাল পরীক্ষা হয়ে শেষ হওয়ার কথা ছিল।কিন্তু তা আর হল না।ডাক্তারি পড়ার স্বপ্ন কার্যত এখনো অধরাই থেকে গেল।জীবনের ঝুঁকি নিয়ে বর্ডার টপকে বাড়ি ফিরে এলো ওই ছাত্রী।মেয়ে বাড়ি ফিরে আসায় খুশি বাবা,মা সহ পরিবারের সদস্যরা।ছাত্রীর ভগবানের কাছে পার্থনা করছে সমস্ত ভারতীয় ছাত্রছাত্রীরা যেন বাড়ি ফিরে আসতে পারে।

No comments