শ্রীরামকৃষ্ণ জন্মতিথি উৎসব রাজ্যজুড়ে পালিত হবে
৪ ফেব্রুয়ারি শুক্রবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ১৮৭ তম জন্মতিথি উৎসব রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হবে। দিনটি যথাযথ মর্যাদায় পালিত হবে ঠাকুরের জন্মভিটা কামারপুকুর, বেলুড় মঠ ও দক্ষিণেশ্…
শ্রীরামকৃষ্ণ জন্মতিথি উৎসব রাজ্যজুড়ে পালিত হবে
৪ ফেব্রুয়ারি শুক্রবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ১৮৭ তম জন্মতিথি উৎসব রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হবে। দিনটি যথাযথ মর্যাদায় পালিত হবে ঠাকুরের জন্মভিটা কামারপুকুর, বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরে। একইভাবে উৎসব হবে আদ্যাপীঠ, শ্যামপুকুরবাটি, উদ্যানবাটি, আলমবাজার মঠ, মাতৃস্মৃতি মন্দির, স্বামীজির বাড়ি ও বরানগর শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমে (কাচের মন্দির)। বলরাম মন্দির, কথামৃত ভবন, বেদান্ত মঠ, রামকৃষ্ণ মহাশ্মশান, কাশীশ্বর মিত্রের বাড়ি-সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানও রয়েছে এই তালিকায়। এই উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ পুজোপাঠ, গ্রন্থপ্রকাশ, আলোচনা সভা, প্রসাদ বিতরণ-সহ থাকছে একগুচ্ছ অনুষ্ঠান। ঠাকুরের লীলাক্ষেত্র দক্ষিণেশ্বর মন্দিরেও এদিন দিনভর থাকছে নানা অনুষ্ঠান। বিশেষ পূজাপাঠের আয়োজন করা হয়েছে সেখানেও। ঠাকুরের স্মৃতিবিজড়িত ঘরটি সাজিয়ে তোলা হয়েছে। বেলুড়মঠেও দিনটি ধর্মীয় মর্যাদায় পালিত হবে।
এই উপলক্ষে মঠ ও মিশনের তরফে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই তালিকায় থাকছে মঙ্গলারতি, উষাকীর্তন, বেদপাঠ, বিশেষ পূজা-অর্চনা, গীতি আলেখ্য, ভক্তিগীতি, কথামৃত ও রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ পাঠ, রামকৃষ্ণ বন্দনা প্রভৃতি। বক্তব্য রাখবেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ-সহ বিভিন্ন সন্ন্যাসী মহারাজ। মঠের তরফে জানানো হয়েছে, আজ, শুক্রবার ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্ত-দর্শনার্থীদের জন্য মঠ খোলা থাকবে।হলদিয়া এ্যন্কারেজ বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে প্রসাদ গ্রহন করলেন বহু ভক্ত বৃন্দ
No comments