Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বসন্তেও ইলিশের ছড়াছড়ি দিঘায়,খুশি মৎস‍্যজীবীরা

বসন্তেও ইলিশের ছড়াছড়ি দিঘায়,খুশি মৎস‍্যজীবীরা
ভরা বসন্তে ইলিশের ছড়াছড়ি দিঘায়।সাধারণত এ সময়ে তেমন ইলিশ ওঠে না।বর্ষা না হওয়া সত্ত্বেও পেল্লাই সাইজের ইলিশের ছড়াছড়ি দেখে অবাক ক্রেতারাও। দামও তুলনামূলক কম। সস্তায় ইলিশ কিনতে …

 



বসন্তেও ইলিশের ছড়াছড়ি দিঘায়,খুশি মৎস‍্যজীবীরা


ভরা বসন্তে ইলিশের ছড়াছড়ি দিঘায়।সাধারণত এ সময়ে তেমন ইলিশ ওঠে না।বর্ষা না হওয়া সত্ত্বেও পেল্লাই সাইজের ইলিশের ছড়াছড়ি দেখে অবাক ক্রেতারাও। দামও তুলনামূলক কম। সস্তায় ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন দিঘায় বেড়াতে আসা পর্যটকেরাও।দিঘা মোহনার বিভিন্ন আড়তে দেখা গেল ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকায়। দেড় কেজি থেকে ২ কেজি ওজনের ইলিশের দাম পড়ছে ১০০০-১৫০০ টাকা। ৫০০-৭০০ গ্রামের ইলিশ মিলছে ৫০০ টাকায়। ভরা বসন্তে ইলিশ ওঠার খবরে বিস্মিত কাঁথির সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ। আবহাওয়ার পরিবর্তনই রুপালি শস্যের আচমকা আমদানির কারণ বলে মনে করছেন তিনি। তাঁর কথায়, ‘আমার চাকরি জীবনের অভিজ্ঞতায় এই সময় কখনও ইলিশ উঠতে দেখিনি।' যদিও বিষয়টি অস্বাভাবিক কিছু নয় বলে জানিয়েছেন মহিষাদল রাজ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক শুভময় দাস। তিনি বলেন, 'মা ইলিশ বছরে দু’বার ডিম দেয়। অধিকাংশ শীতের সময় এবং বাকিরা বর্ষার সময়। বর্ষায় যারা ডিম পাড়ে তারাই এখন গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে আসছে।'

No comments