Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"পরিবেশ দূষণ এবং আমাদের সুস্থিত উন্নয়ন" বিষয়ক প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে রাষ্ট্রীয় স্তরের কর্মশালা

"পরিবেশ দূষণ এবং আমাদের সুস্থিত উন্নয়ন" বিষয়ক  প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে রাষ্ট্রীয় স্তরের কর্মশালা
"পরিবেশ দূষণ এবং আমাদের সুস্থিত উন্নয়ন" বিষয়ক  প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে রাষ্ট্রীয় স্তরের কর্মশালা…

 "পরিবেশ দূষণ এবং আমাদের সুস্থিত উন্নয়ন" বিষয়ক  প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে রাষ্ট্রীয় স্তরের কর্মশালা


"পরিবেশ দূষণ এবং আমাদের সুস্থিত উন্নয়ন" বিষয়ক  প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে রাষ্ট্রীয় স্তরের কর্মশালা,

৩০ ও  ৩১ শে মার্চ  মহিষাদল রাজ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে দুদিন ব্যাপী রাষ্ট্রীয় স্তরের কর্মশালা । বিষয় পরিবেশ দূষণ এবং আমাদের সুস্থিত উন্নয়ন ।এসেছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রিসোর্স পারসন ।ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা গবেষকবৃন্দ তাদের গবেষণার ডালি নিয়ে উপস্থিত। আমাদের এই পৃথিবীতে আরও বেশ কিছু দিন বাঁচিয়ে রাখতে গেলে আমাদের ব্যক্তিগত স্তরে কি কি করা উচিত- প্রত্যেকে রাখলেন তাদের নিজস্ব চিন্তাভাবনা। চিন্তাভাবনা রাখলেন  স্বনামধন্য বৈজ্ঞানিক,  গবেষক এবং বর্তমান ছাত্রছাত্রী সমাজ l

 মহিষাদল রাজ কলেজে শুরু হল ‘পরিবেশ দূষণ ও তার প্রতিরোধ এবং ব্যবস্থাপনা’ বিষয়ক দু’দিনের জাতীয়স্তরের আলোচনাচক্র। ৩০ ও ৩১মার্চ দু’দিন ধরে চলবে এই আলোচনাচক্র। মহিষাদল রাজ কলেজের প্রাণীবিদ্যা বিভাগ, ন্যাশনাল এনভায়রনমেন্ট সায়েন্স অ্যাকাডেমি(এনইএসএ) এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এন্ড ইকোলজি যৌথ উদ্যোগে এর আয়োজন করেছে। এদিন আলোচনাচক্রে বক্তব্য রাখেন এনইএসএর চেয়ারম্যান অমিতকৃষ্ণ দে, আইসিএআরএর প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট কৃষ্ণেন্দু দাস, আমেরিকার নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের ব্রেন রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানী অর্পিতা চট্টোপাধ্যায়, রাজ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান শুভময় দাস প্রমুখ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপক, বিজ্ঞানী ও দেশ বিদেশের বিভিন্ন কলেজের গবেষকদের পাশাপাশি কলেজের পড়ুয়ারাও পরিবেশ ভাবনা নিয়ে চর্চা করেন। প্রাণীবিদ্যা বিভাগের প্রধান শুভময় দাস জানান, ১৪০জন গবেষক উপস্থিত থাকবেন এবং ৭০টি গবেষণাপত্র পড়া হবে। পূর্ব মেদিনীপুর জেলার পরিবেশ ও দূষণ ভাবনা নিয়ে কয়েকটি প্রজেক্ট পেপার এই সেমিনারে তুলে ধরা হবে।


No comments