Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল ব্লকের তেৱোপেক্ষা স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল -এর" শিশু আলয় "কেন্দ্র পরিদর্শনে বিডিও যোগেশ চন্দ্র মন্ডল

মহিষাদল ব্লকের তেৱোপেক্ষা স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল -এর" শিশু আলয় "কেন্দ্র পরিদর্শনে বিডিও যোগেশ চন্দ্র মন্ডল  ১৬ মার্চ ২০২২ ,বুধবার সকালে মহিষাদল পুরাতন বাস স্ট্যান্ডের কাছে তেরোপেখ্যা স্টেটপ্লান প্রাইমারি স্কুলে …



মহিষাদল ব্লকের তেৱোপেক্ষা স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল -এর" শিশু আলয় "কেন্দ্র পরিদর্শনে বিডিও যোগেশ চন্দ্র মন্ডল 

 ১৬ মার্চ ২০২২ ,বুধবার সকালে মহিষাদল পুরাতন বাস স্ট্যান্ডের কাছে তেরোপেখ্যা স্টেটপ্লান প্রাইমারি স্কুলে " শিশু আলয় "কেন্দ্র পরিদর্শনে যান মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল। শিশু আলয় কেন্দ্রে কচিকাঁচা ছোট ছোট শিশুরা স্কুলের ড্রেস পরে  পড়াশুনার সামগ্রী নিয়ে উপস্থিত হয়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- এর নির্দেশ না থাকা সত্ত্বেও শিশু আলয় কেন্দ্রে শিশুরা উপস্থিত। মহিষাদলের বিডিও শিশু আলয় কেন্দ্রের সুপারভাইজার স্বর্ণলতা মূর্মু এবং কর্মী অলকা অধিকারীর-র কাছে জানতে চায় কার নির্দেশে কচিকাঁচারা উপস্থিত হয়েছে? সরকারি নিষেধ থাকা সত্ত্বেও শিশুরা  কেন্দ্রে উপস্থিত কেন ? উত্তর দিতে পারেন নাই সুপারভাইজার এবং কর্মী অলকা অধিকারী। কেন্দ্রের সহায়িকা রীনা হাজরার কাছে জানতে চান প্রত্যেকদিন কত জনের রান্না করা হয়? বিডিও যোগেশ বাবু কিচেন রুমে গিয়ে পরিদর্শন করেন কচিকাচাদের জন্য রান্না কিভাবে হচ্ছে। তিনি আর ও খতিয়ে দেখেন প্রত্যেকদিন কত জনের রান্না করা হচ্ছে এবং স্টকরুম ঘুরে ফিরে ও দেখেন। নিষেধ করলেন কচিকাঁচা পড়ুয়াদের স্কুলে আসা। দীর্ঘক্ষন ধরে দাঁড়িয়ে দেখেন কতজন প্রসূতি মা ও গর্ভবতী মা এবং  পড়ুয়া ছাত্র ছাত্রীদের অভিভাবকরা খাবার আনতে আসছেন। বিডিও অফিসে যাওয়ার জন্য ডেকে যান শিশু আলয় কেন্দ্রের ভারপ্রাপ্ত সুপারভাইজার এবং কর্মী ও সহায়িকা কে । মহিষাদল ব্লকের সিডিপিও সৃজন দাস জানিয়েছেন সরকারের কোনো অর্ডার নেই কচিকাঁচা পড়ুয়াদের শিশু আলয় কেন্দ্রে উপস্থিত হওয়া । তা সত্ত্বেও তারা উপস্থিত। কেন উপস্থিত  আমি ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মী অলকা অধিকারীকে শোকজ করে জানতে চাইব ? ছোট ছোট কচিকাঁচাদের এখন ও তাদের টিকাকরণ হয় না এবং সরকারও কোন নির্দেশ দেন নাই স্কুলে আসা।

No comments