Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা দিবসের প্রাক্কালে প্রকাশিত হল ছড়াগ্ৰন্থ "সব পেয়েছির দেশে" ও "মোহনা" পত্রিকার চতুর্থ সংখ্যা

কবিতা দিবসের প্রাক্কালে প্রকাশিত হল ছড়াগ্ৰন্থ "সব পেয়েছির দেশে" ও "মোহনা" পত্রিকার চতুর্থ সংখ্যা

পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের নিশ্চিন্তবসান অঙ্কুর মনোবিকাশ কেন্দ্রের রবীন্দ্র সভাঘর থেকে রবিবার প্রকাশিত…

 




কবিতা দিবসের প্রাক্কালে প্রকাশিত হল ছড়াগ্ৰন্থ "সব পেয়েছির দেশে" ও "মোহনা" পত্রিকার চতুর্থ সংখ্যা



পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের নিশ্চিন্তবসান অঙ্কুর মনোবিকাশ কেন্দ্রের রবীন্দ্র সভাঘর থেকে রবিবার প্রকাশিত হয় ছড়াকার প্রাণনাথ শেঠের ছড়াগ্ৰন্থ "সব পেয়েছির দেশে" ও "মোহনা" পত্রিকার চতুর্থ সংখ্যা।


আবরণ উন্মোচন করেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়,রতনতনু ঘাটী,মন্দাক্রান্তা সেন।প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সুরজিৎ সিনহা।

হলদিয়ার পরাণচক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ও মোহনা পত্রিকার সম্পাদক প্রাণনাথ শেঠ জানিয়েছেন এবারের সংখ‍্যায় পঞ্চাশ শতাংশ ছড়া প্রকাশ পেয়েছে নতুন লিখিয়েদের নিয়ে।তিনি মূলত নতুনদের সুযোগ দিতে চেয়েছেন।

এদিন ছড়াগ্ৰন্থ ও পত্রিকা প্রকাশের পাশাপাশি রাজ‍্যের বিভিন্ন জেলা থেকে আসা ছড়াকাররা ছড়া পাঠ করে শোনায়।আবৃত্তি পাঠ করেন হলদিয়ার স্বরতরঙ্গ ও মেচেদার শব্দ আবৃত্তি একাডেমির কলাকুশলীরা।ছড়া-গান পরিবেশন করেন তপন কুমার মন্ডল,সঞ্চালনা করেন কৌশিক অধিকারী ও সুমিতা সরকার।

No comments