Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাবালিকার বিয়ে, মণ্ডপ থেকেই গ্রেফতার বর

নাবালিকার বিয়ে, মণ্ডপ থেকেই গ্রেফতার বর
 প্রদীপ কুমার মাইতি,নাবালিকা বিয়ে  রুখতে সরকারি উদ্যোগে একাধিক প্রকল্প চালু করা হয়েছে৷ তবু কিছুতেই বন্ধ হচ্ছে না নাবালিকা বিয়ে৷ মঙ্গলবার রাতে এমনই একটি বিয়ের আসর বসেছিল পূর্ব মেদিনীপুর …

 



নাবালিকার বিয়ে, মণ্ডপ থেকেই গ্রেফতার বর


 প্রদীপ কুমার মাইতি,নাবালিকা বিয়ে  রুখতে সরকারি উদ্যোগে একাধিক প্রকল্প চালু করা হয়েছে৷ তবু কিছুতেই বন্ধ হচ্ছে না নাবালিকা বিয়ে৷ মঙ্গলবার রাতে এমনই একটি বিয়ের আসর বসেছিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের ঝরিয়া এলাকার একটি মন্দিরে। সানাইয়ের সুরে বিয়ে বাড়ির জমজমাট  হাজির বর সহ বরযাত্রীর দলও৷ ঠিক সেই সময়ই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস৷ মণ্ডপ থেকেই গ্রেফতার করা হয় বর বাবাজীবনকে৷ মোড়লরা অবশ্য মুহূর্তে পগারপার!

পটাশপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সৈকত মাইতি। ঝরিয়া গ্রামের বাসিন্দা সৈকততে বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি নাবালিকার বধূর গোপন জবানবন্দি গ্রহণ করেন কাঁথি আদালতের বিচারক। বিচারকের নির্দেশে ওই নাবালিকাকে হোমে পাঠানো নির্দেশ দেন। অভিযুক্ত বরের বাবা-মা সহ গ্রামের মাতব্বর এলাকা ছেড়ে চম্পট দেয়।

সূত্রের খবর, পটাশপুর ২ ব্লকের ঝরিয়া গ্রামের সৈকত মাইতি সঙ্গে পাশের গ্রামে কেকুই গ্রামের এক নাবালিকা বিবাহ ঠিক হয়েছিল। নাবালিকা বয়স না হওয়া পর্যন্ত দুই পরিবার বিবাহ করতে রাজি ছিলেন না৷ অভিযোগ, এরপরই আসরে নামেন গ্রামের মোড়লেরা৷ সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন একটি মন্দিরে বিবাহ  অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা পাশাপাশি গ্রামের মাতব্বররা। নাবালিকা বিয়ে হচ্ছে খবর পেয়ে এরপরই সেখানে হাজির হন বিডিও৷ বিডিও-র অভিযোগের ভিত্তিতে পুলিশ বরকে গ্রেফতার করে৷

পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস বলেন, “খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দিয়ে নাবালিকা বিয়ে আটকানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷’’

No comments