Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রসঙ্গ : জাতীয় বিজ্ঞান দিবস

প্রসঙ্গ : জাতীয় বিজ্ঞান দিবস
১৯২৮ সাল, আজকের দিন। বিশ্ববিশ্রুত বিজ্ঞানী স্যার সি. ভি. রমন ' রমন এফেক্ট ' আবিষ্কার করলেন। স্বীকৃতিতে পেলেন পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার, ১৯৩০ এ, প্রথম ভারতীয় তথা এশীয় হিসেবে বিজ্ঞানের এই…

 




প্রসঙ্গ : জাতীয় বিজ্ঞান দিবস


১৯২৮ সাল, আজকের দিন। বিশ্ববিশ্রুত বিজ্ঞানী স্যার সি. ভি. রমন ' রমন এফেক্ট ' আবিষ্কার করলেন। স্বীকৃতিতে পেলেন পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার, ১৯৩০ এ, প্রথম ভারতীয় তথা এশীয় হিসেবে বিজ্ঞানের এই শ্রেষ্ঠতম স্বীকৃতি। আমরা গর্বিত। তাঁকে প্রণাম জানাই। তাঁর একটি পেন্সিল স্কেচ করেছি, পোস্ট করলাম।


কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের স্বপ্ন ছিল কলকাতাতেই গড়ে তুলবেন বিশ্বমানের বিজ্ঞান গবেষণা কেন্দ্র যা বাস্তবায়িত হয়েছিল রাজাবাজার সায়েন্স কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে, ১৯০৬ এ। সেখানে পদার্থবিজ্ঞানের অধ্যাপকরূপে যোগ দেওয়ালেন সত্যেন্দ্রনাথ বসুকে, পালিত অধ্যাপক হিসেবে নিলেন সি. ভি. রমনকে। 


যিনি অসংখ্য পুরস্কার পেলেও নোবেল পুরস্কার পাননি, যাঁর আবিষ্কারকে কেন্দ্র করে পরবর্তীকালে অনেক বিদেশী বিজ্ঞান সাধক নোবেল পুরস্কার পেয়েছেন, সেই বিজ্ঞান সাধক প্রথম জাতীয় অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুকে  প্রণাম জানাই একটি কবিতায় ....


                   🌹# সত্যেন্দ্রনাথ বসু # 🌹


                                            ---  দেবাশিস পাহাড়ী


নোবেল প্রাইজ পাননি বলে

মর্যাদা কি ক্ষয়েই গেছে ?

বয়েই গেছে ....

আমাদের মনের মাঝে

নামখানি তাঁর রয়েই গেছে ।


ফের্মি, ডিরাক, আইনস্টাইন

একসাথে যে আসন তাঁর,

রয়্যাল সভায় তাক লাগানো

গুরুগম্ভীর ভাষণ তাঁর।


পদার্থবিদ মহান যোগী

দেশপ্রেমে সিক্ত মন,

মানবসেবার মহান ব্রতে

সাধক ছিলেন সর্বক্ষণ।


কাজের ফাঁকে ওঠেন মেতে

এসরাজে তাঁর সুর জাগে...

বাংলা ভাষায় জ্ঞানচর্চায়

সত্যেন্দ্রনাথ সবার আগে।

No comments