হলদিয়া আইওসি কর্তৃপক্ষ কাঁথি মহকুমা হাসপাতালে দেড় কোটি টাকা মূল্যের 100% বেডে নলবাহিত অক্সিজেন প্লান্ট( পি এস এ) তৈরির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তারিফাইনারি উদ্যোগে আশা কর্মীদের হাতে কোভিড কিট বিতরণ। অতিমারি কোভিড পরীক্…
হলদিয়া আইওসি কর্তৃপক্ষ কাঁথি মহকুমা হাসপাতালে দেড় কোটি টাকা মূল্যের 100% বেডে নলবাহিত অক্সিজেন প্লান্ট( পি এস এ) তৈরির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা
রিফাইনারি উদ্যোগে আশা কর্মীদের হাতে কোভিড কিট বিতরণ। অতিমারি কোভিড পরীক্ষার জন্য কোভিড কিট বিতরণ করলেন আশা কর্মীদের হলদিয়া রিফাইনারি তরফ থেকে। সংস্থার কপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল থেকে হলদিয়া রিফাইনারি অফিসে১৫০০ জন আসা কর্মীকে এই কিট দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশংন্কর ষড়ঙ্গী ও হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ ডাইরেক্টর পার্থ ঘোষ প্রমুখ। রিফাইনারি সূত্রের খবর,কিটে পালস অক্সিমিটার, থামার্ল গান, ফেস শিল্ড এবং স্যানিটাইজার রয়েছে।
হলদিয়া আইওসি কর্তৃপক্ষ এদিন কাঁথি মহকুমা হাসপাতালে দেড় কোটি টাকা মূল্যের 100% বেডে নলবাহিত অক্সিজেন প্লান্ট( পি এস এ) তৈরির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়াও কাঁথি এবং নন্দীগ্রাম হাসপাতালের জন্য সি আর্ম মেশিন, ইএনটি অপারেটিভ মাইক্রোস্কোপ, ডিজিটাল ডেন্টাল এক্স-রে প্রভৃতি যন্ত্রপাতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন মঙ্গলবার এর ঘোষণা আমাদের স্বাস্থ্য জেলার পক্ষে একটি গর্বরে দিন। আমরা আইওসি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।
No comments