Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরা সারদা শশিভূষণ কলেজে অনুষ্ঠিত হল গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান

এগরা সারদা শশিভূষণ কলেজে অনুষ্ঠিত হল গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
প্রদীপ কুমার মাইতি,এগরা, পূর্ব মেদিনীপুর এগরা সারদা শশিভূষণ কলেজে অনুষ্ঠিত হল গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান। বিখ্যাত গবেষক, অধ্যাপক বিষ্ণপদ পান্ডার অপ্রকাশিত গ্রন্থ “ভাগবতান…

 




এগরা সারদা শশিভূষণ কলেজে অনুষ্ঠিত হল গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান


প্রদীপ কুমার মাইতি,এগরা, পূর্ব মেদিনীপুর এগরা সারদা শশিভূষণ কলেজে অনুষ্ঠিত হল গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান। বিখ্যাত গবেষক, অধ্যাপক বিষ্ণপদ পান্ডার অপ্রকাশিত গ্রন্থ “ভাগবতানুবাদের আদিপর্ব ও সনাতন চক্রবর্তী” সম্পাদনায় ড. শান্তনু দলাই। এছাড়াও শ্রাবস্তী রায়ের সম্পাদনায় “বিশ্বজয়ী বীরেশ্বর”। ইংরেজি বিভাগের অধ্যাপক মানিক মন্ডলের সম্পাদনায় একখানি ইংরেজি গ্রন্থ “কুইয়ার আইডেন্টিটি এন্ড কালচার ইন ইন্ডিয়ান রাইটিংস ইন ইংলিশ”, সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তন্ময় সিং ও ড.পঞ্চানন পন্ডার সম্পাদনায় সংস্কৃত বিভাগের বার্ষিক পত্রিকা “সাবডিকা”। বুধবার কলেজের সভাকক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও বিষ্ণপদ পান্ডার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এগরা কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার তামিলী এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তরুন কুমার মাইতি, অন্বেষা গোষ্ঠির সদস্যবৃন্দ, বিষ্ণপদ পান্ডার পরিবার বর্গ ও কলেজের ছাত্রছাত্রীরা। সমস্ত অনুষ্ঠানটি কোভিড বিধি মেনে সম্পূর্ণ হয়।

No comments