লিটল ম্যাগাজিন মেলা, তথ্য ও সংস্কৃতি বিভাগ,প্রকাশ পেল মহাপৃথিবী'র স্রষ্টা কবি শম্ভু রক্ষিত - এর 'মহাপৃথিবী' পত্রিকাটি২৬ ফেব্রুয়ারি বাংলা ভাষার বৃহত্তম সাহিত্য পার্বণ, পশ্চিম বঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত সাহিত্য উৎসব ও …
লিটল ম্যাগাজিন মেলা, তথ্য ও সংস্কৃতি বিভাগ,প্রকাশ পেল মহাপৃথিবী'র স্রষ্টা কবি শম্ভু রক্ষিত - এর 'মহাপৃথিবী' পত্রিকাটি
২৬ ফেব্রুয়ারি বাংলা ভাষার বৃহত্তম সাহিত্য পার্বণ, পশ্চিম বঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। রবীন্দ্রসদন - নন্দন প্রাঙ্গণে বরেণ্য 'মহাপৃথিবী'র স্রষ্টা কবি শম্ভু রক্ষিত - এর 'মহাপৃথিবী' পত্রিকাটির আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেল।পত্রিকার মোড়ক উন্মোচন করলেন শ্রদ্ধেয় কবি দীপক রায়, আন্তর্জাতিক পোয়েটস ফাউন্ডেশনের জনক ও কবি প্রদীপ চৌধুরী, ছিলেন কবি অসীমকুমার বসু,কবি ললিতকুমার মাইতি,কবি ও ছড়াকার সুকুমার মিস্ত্রি৷ প্রমুখ। মহাপৃথিবী এবারে ৫১ তম সংখ্যা প্রকাশিত হল।
No comments