অমর একুশে ভাষা শহীদ দিবস সংশপ্তক হলদিয়া - র আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হলদিয়া টাউনশিপের সেক্টর ১৩ - পুজোমন্ডপে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে আয়োজন করেছি অমর একুশে ২১শে ফেব্রুয়ারি…
অমর একুশে ভাষা শহীদ দিবস
সংশপ্তক হলদিয়া - র আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হলদিয়া টাউনশিপের সেক্টর ১৩ - পুজোমন্ডপে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে আয়োজন করেছি অমর একুশে ২১শে ফেব্রুয়ারি ২০২২ বিকেল ৪.৪৫ এ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আপামর জনসাধারণ তথা সমাজের সর্বস্তরের নাগরিককে আহ্বান জানান সংগঠনের সংগঠক কুনাল নন্দ। যদিও এই অনুষ্ঠানের আয়োজক সংশপ্তক হলদিয়া SONGSHAPTAK HALDIA । আমাদেরঅনুরোধ বাংলা ভাষাকে বাঁচাতে আপনিও উপস্থিত থাকুন সংগঠক হয়ে।সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
No comments