Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া থানার মঙ্গলদ্বারী বিদ্যাসাগর শিক্ষা নিকেতন উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন শ্রীমতি দুর্গা রানী কে সংবর্ধনা

পাঁশকুড়া থানার মঙ্গলদ্বারী বিদ্যাসাগর শিক্ষা নিকেতন  উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন শ্রীমতি দুর্গা রানী কে সংবর্ধনা
 পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মঙ্গলদ্বারী বিদ্যাসাগর শিক্ষা নিকেতন এর প্রতিষ্ঠাতা  অ…

 



পাঁশকুড়া থানার মঙ্গলদ্বারী বিদ্যাসাগর শিক্ষা নিকেতন  উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন শ্রীমতি দুর্গা রানী কে সংবর্ধনা


 পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মঙ্গলদ্বারী বিদ্যাসাগর শিক্ষা নিকেতন এর প্রতিষ্ঠাতা  অসীম কুমার সামন্ত মহাশয় তাঁর বিদ্যালয় হতে শিক্ষিকা শিক্ষক সহযোগে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক কতৃক  মূল্যবোধ যুক্ত সুনাগরিক গঠনের জন্য সম্মাননাপ্রাপ্ত পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা  শ্রীমতি দুর্গারানী দে কে  হৃদয় ভরা সংবর্ধনা দিলেন। 

আজ বিদ্যালয় এর বিশেষ অনুষ্ঠানে শিক্ষিকাকে আহ্বান করে তিনি ঐ সম্মাননা প্রদান করেন।


উল্লেখ্য অনুষ্ঠানের  প্রথমে তিনি শিক্ষিকার পরিচিতি তে তার আন্তর্জাতিক এবং দেশীয় স্তর হতে সুদীর্ঘ শিক্ষক জীবনে পাওয়া অসংখ্য পুরস্কার গুলির বর্ণনা করেন ।

পাঠক্রমের উপর তার গবেষণা মূলক এবং আবিষ্কার মূলক কাজের জন্য ভারত সরকারের আফিলিয়েশন প্রাপ্ত শিক্ষক এবং বিজ্ঞানীদের সংস্থা হতে  গোল্ড মেডেল ও মেরিট অ্যাওয়ার্ড 2021; জগদীশ বোস পাপেরট্রি ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল 2020, গ্লোবাল ডিজিটাল টিচার এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020,

 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কলার্স ব্যাঙ্গালুরু হতে ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয়ে অনুপম শিক্ষাদানের জন্য বেস্ট টিচার অ্যাওয়ার্ড 2021; শ্রী অরবিন্দ সোসাইটি হইতে 2019,2020  এবং 2021এ তাঁর শূন্য মাধ্যমে আবিষ্কার মূলক কাজের জন্য তিনবার টিচার ইনোভেশন অ্যাওয়ার্ড  পেয়ে বহুবার জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছেন।। কেন্দ্রীয় সরকার হইতে ন্যাশনাল এডুকেশন পলিসি-2020র জন্য এন ই পি অ্যাম্বেসেডর এবং অসংখ্য অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন।

No comments