গ্রামের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে হলদিয়া অভ্যুদয়ের উদ্যোগে টেলারিং প্রশিক্ষণ
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ অনুমোদিত হলদিয়া অভ্যুদয়ের আয়োজনে ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আর্থিক সহযোগিতায় হলদিয়ার চৈত…
গ্রামের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে হলদিয়া অভ্যুদয়ের উদ্যোগে টেলারিং প্রশিক্ষণ
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ অনুমোদিত হলদিয়া অভ্যুদয়ের আয়োজনে ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আর্থিক সহযোগিতায় হলদিয়ার চৈতন্যপুর লাগোয়া বরদা গ্ৰামে পল্লী উন্নয়ন সমিতি ৯ জানুয়ারি বুধবার গ্ৰামীণ স্তরে মহিলাদের টেলারিং প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।শিবিরের উদ্বোধন করেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের শ্রীমৎ স্বামী বিশেষানন্দজী মহারাজ,এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধক্ষ্য ডাঃ পার্থ প্রতীম দাস,হলদিয়া ইন্দোরামা সংস্থার চন্দন পন্ডা,প্রাক্তন অধ্যাপক প্রভাষ সামন্ত,জেলা পরিষদের সদস্য মিলন কুমার পাত্র,চৈতন্যপুর অঞ্চলের প্রধান দুর্গা রানী পণ্ডিত মাইতি সহ অন্যান্যরা।
শিবিরে ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে স্কেল,কাচি,ফিতে,খাতা,কলম,পেনসিল,কাটার,রাবার ও টেলারিং-এর কাজের প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়েছে বলে জানিয়েছে হলদিয়া অভ্যুদয়ের সম্পাদক প্রণব বেরা।টেলারিং এর কাজ শিখে আগামীদিনে গ্ৰামের গৃহবধূর স্বনির্ভর হতে পারবে বলে আশা করা হচ্ছে।
No comments