Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাছ ধরা জালে ধরা পড়ল বড় ৫ ফুট ২ ইঞ্চির একটি কুমী

মাছ ধরা জালে ধরা পড়ল বড় ৫ ফুট ২ ইঞ্চির একটি কুমীর
পূর্ব মেদিনীপুরে উদ্ধার হলো কুমির । নোনা জলের কুমির উদ্ধার হলো আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিটের  কাটাখালি  থেকে। ফিসিং নেটে আটকে গিয়েছিল এই কুমির। নন্দীগ্রামের জেল…

 




মাছ ধরা জালে ধরা পড়ল বড় ৫ ফুট ২ ইঞ্চির একটি কুমীর


পূর্ব মেদিনীপুরে উদ্ধার হলো কুমির । নোনা জলের কুমির উদ্ধার হলো আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিটের  কাটাখালি  থেকে। ফিসিং নেটে আটকে গিয়েছিল এই কুমির। 

নন্দীগ্রামের জেলিংহামের কাছে মাছ ধরা জালে ধরা পড়ল বড় ৫ ফুট ২ ইঞ্চির একটি কুমীর।  নন্দীগ্রামের সাউদখালি চরের এক মৎস্যজীবির জালে ধরা পড়ে। পরে ঐ মৎস্যজীবি স্থানীয় জেলিংহাম বন দপ্তরের অফিসে খবর দিলে বন দপ্তরের কর্মীরা গিয়ে সেটিকে খাঁচাবন্দি করে নিয়ে আসে। এখন ঐ খাঁচাবন্দি কুমিরটি জেলিংহাম বনদপ্তরে রাখা আছে। জেলিংহাম বিট অফিস সূত্রে খবর, বাজকুল রেঞ্জের রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হবে কুমিরটিকে।ভেটেনারি পরীক্ষার পর পরিবেশে আবার ফিরিয়ে দেওয়া হবে।

এদিন কুমির দেখার জন্য আশপাশ এলাকা থেকে প্রচুর মানুষজন ভিড় করেন। বন দপ্তর লোহার খাঁচায় সেটি বন্দি করে। বন দপ্তর অবশ্য উদ্ধার হওয়া ওই কুমিরের প্রকৃত বয়স জানাতে পারেনি। কুমিরের দাঁতের সংখ্যা দেখে বিশেষজ্ঞরা বয়স নির্ধারণ করেন। এর আগে খেজুরি-২ ব্লকের নিজকসবা এলাকায় সমুদ্র উপকূলে পরপর দু’বার কুমির ছানা উঠে এসেছিল। সেসময় বনদপ্তর উদ্ধার করে ছেড়ে দিয়েছিল। নন্দীগ্রামে হলদি নদীতে মিন ধরতে যাওয়া মৎস্যজীবীদের জালে এদিন কুমির উঠে আসে। নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ স্বদেশ দাস বলেন, নন্দীগ্রামের মৎস্যজীবীদের জালে কুমিরটি উঠে আসে। তাঁরা বন দপ্তরের নজরে আনার পর সেটি উদ্ধার করেছে দপ্তর।

No comments