Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খোল আঁখি, বাঁচাও পাখি- দেবাশিস পাহাড়ী

খোল আঁখি, বাঁচাও পাখি  দেবাশিস পাহাড়ী          স্কেচ :  সুদেষ্ণা পাহাড়ী
ছন্দে গড়া এই পাতাতেদরকারী এক বার্তা রাখি -পরিবেশের সেরা দোসরসব প্রজাতির সকল পাখি।
নদী প্রধান আমার দেশশস্য শ্যামল সতেজ মাটি,নানান জাতের পাখির বাসাবাহারী রূপ…

 




 খোল আঁখি, বাঁচাও পাখি  দেবাশিস পাহাড়ী

          স্কেচ :  সুদেষ্ণা পাহাড়ী


ছন্দে গড়া এই পাতাতে

দরকারী এক বার্তা রাখি -

পরিবেশের সেরা দোসর

সব প্রজাতির সকল পাখি।


নদী প্রধান আমার দেশ

শস্য শ্যামল সতেজ মাটি,

নানান জাতের পাখির বাসা

বাহারী রূপের জাদুকাঠি।


অনেক পাখি পতঙ্গভূক

ক্ষতিকারক পোকা খায়,

আগাছাদের অনেক খানি

কিছু পাখির উদরে যায়।


ইঁদুর জন্মে লক্ষ লক্ষ

প্যাঁচা যদি না-ই বা ধরে ...

হয়ত ওরা পরম সুখে

পড়ত ঢুকে সবার ঘরে।


 পেরুর আর্দ্র উপকূলে

পানকৌড়ির এক প্রকার 

নাইট্রোজেনে ঠাসা মলে

তৈরি হয় গাছের সার।


 নাইরোবির  'বোরান ' জাতি

মধুর খোঁজে জঙ্গলে ধায় -

' গ্রেটার হানি গাইড ' পাখি

ওদের তখন পথ দেখায়।


ক্যানারি দ্বীপ আফ্রিকাতে

ছোট্ট পাখি জানায় গানে 

মিথেন ভরা কয়লাখনি

 ঢুকতে হবে সাবধানে।


 বিপজ্জনক বিষয় এটাই

কমছে পাখি নানানভাবে ;

ভবিষ্যতের প্রজন্ম কি

বাঁচার মতন রসদ পাবে ?


চেনা ওষুধ ডাইক্লোফেনাক

পশুর দেহে কমায় বাত -

মরা পশু ভোজন করেই

চিল শকুনের বংশ কাত।


নীল সাগরের বুক চিতিয়ে

মস্ত বড় জাহাজ চলে

তেল দূষণের কোপে পড়ে

পাখি মরছে দলে দলে।


বনানী ও জলাভূমি

ধ্বংস করি নির্বিচারে - 

অনেক পাখি লোপ পেয়েছে

তিলে তিলে এমনি করে।


চড়ুই,শালিখ,কোকিল এখন

যখন তখন দেখা যায় ?

আস্তে আস্তে যায় হারিয়ে

কোন্ সুদূরের ঠিকানায় !


পরমাণুর বোম ফেটেছে, 

যুদ্ধ জেতার বিভীষিকা

অগ্রগতির কপালে কবে

পরিয়েছিল জয়ের টীকা!


আমরা পাখি আটকে রাখি

পাখি পোষায় দেখাই ঝোঁক

বনের পাখি দাও উড়িয়ে

শুভ বুদ্ধির উদয় হোক।

No comments