Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভ আবির্ভাব বর্ষীয ৩৭ তম বর্ষ গৌরাঙ্গ ধাম উৎসব শুরু হলো চলবে ৬ দিন ধরে

শুভ আবির্ভাব বর্ষীয় মহা-মহোৎসব অনুষ্ঠান ৩৭ তম বর্ষ গৌরাঙ্গ ধাম উৎসব শুরু হলো চলবে ৬ দিন ধরে
শুভ আবির্ভাব বর্ষীয় মহা-মহোৎসব অনুষ্ঠান ৩৭ তম বর্ষ গৌরাঙ্গ ধাম উৎসব শুরু হলো চলবে ৬ দিন ধরেহে বরেণ্য ভক্তবৃন্দ চার যুগ- সত্য ত্রেতা দ্বা…

 


শুভ আবির্ভাব বর্ষীয় মহা-মহোৎসব অনুষ্ঠান ৩৭ তম বর্ষ গৌরাঙ্গ ধাম উৎসব শুরু হলো চলবে ৬ দিন ধরে


শুভ আবির্ভাব বর্ষীয় মহা-মহোৎসব অনুষ্ঠান ৩৭ তম বর্ষ গৌরাঙ্গ ধাম উৎসব শুরু হলো চলবে ৬ দিন ধরে

হে বরেণ্য ভক্তবৃন্দ চার যুগ- সত্য ত্রেতা দ্বাপর কলি। দ্বাপরের শেষে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মর্ত্যধাম ছেড়ে নিজ ধাম বৈকুন্ঠ লোকে গমন করেন। সেই সময় থেকে কলির প্রবেশ। অধর্ম কলি, এখানে না আছে সত্য, না আছে তপস্যা, শৌচ, দয়া, দান ইত্যাদি। এই কলিযুগে হতভাগ্য জীবনের জন্য সর্বদা চিন্তাগ্রস্থ। সর্বোপরি এই কলিযুগেই লোকেরা লোভে পড়ে কন্যা  বিক্রয় করছে। জগতে কলিহত  জীবদের দুঃখ দুর্দশা দেখে তাদের উদ্ধারে সংকল্প নিয়ে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গৌর হরি রূপে নদীয়া নগরে ১৪০৭ সালে ২৩ শে ফাল্গুন পূর্ণিমা তিথিতে সূর্যাস্তের অবসানে সন্ধ্যার গোধূলি বেলায় শচীসিন্ধূ গর্ভে আবির্ভূত হন।৫৩৬ তম শুভ আবির্ভাব তিথি তে শ্রীমন্ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি সহযোগে আজ ১লা ফাল্গুন ১৪২৮ সোমবার ভোর ছটা হইতে আগামী ৬ ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত গৌরাঙ্গধাম ডালিম্ব চক প্রাঙ্গণে ছয়দিনব্যাপী নাম যজ্ঞ, পূজা পাঠ, কীর্ত্তনাদি , নগর পরিক্রমাও মহা- মহোৎ উৎসবে আয়োজনে সকল ভক্তদের অকুণ্ঠ সহযোগিতায় এই উৎসব পরিপূর্ণ হয়ে উঠুক আহ্বান জানালেন কমিটির সকল সদস্য সদস্য বৃন্দ। আজ মঙ্গল আরতি তুলসী পরীক্ষার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ত্রিদন্ডী স্বামী ভক্তিকেবল নারায়ন গোস্বামী মহারাজ ,প্রধান অতিথি হিসেবে ছিলেন অশোক মন্ডল  হাউর পাঁশকুড়া এবং সারা রাত্রি গৌর গোবিন্দ লীলা পরিবেশন করবেন শ্রী নারায়ন সামন্ত ও শ্রী রাধা গোবিন্দ জিউর  কীর্তন সম্প্রদায়। আগামী 2 রা ফাল্গুন মঙ্গলবার ধর্ম সভায় সভাপতিত্ব করবেন ত্রিদন্ডী স্বামী ভক্তি কেবল নারায়ন গোস্বামী মহারাজ পেরুয়া এবং পাঠ করবেন মুকুন্দ দাস বাবাজী শ্রীধাম নবদ্বীপ গৌর গোবিন্দ লীলা পরিবেশন করবেন কীর্ত্তনীয়া শ্রী উমেশ মন্ডল ফলতা দক্ষিণ ২৪ পরগনা। ৩রা ফাল্গুন বুধবার ধর্ম সভায় সভাপতিত্ব করবেন ত্রিদন্ডী স্বামী শ্রীমৎ ভক্তি কেবল নারায়ন গোস্বামী মহারাজ সবং পেরুয়া  এবং পাঠ করবেন শ্রী নির্মল কুমার দাস পিংলা। গৌর গোবিন্দ লীলা পরিবেশন করবেন মানস চক্রবর্তী করুণা কীর্তন সম্প্রদায় পেরুয়া গোপালপুর বীরভূম।

৪ঠা ফাল্গুন ধর্ম সভায় সভাপতিত্ব করবেন ত্রিদন্ডী স্বামী ভক্তি কেবল নারায়ন গোস্বামী মহারাজ সবং পেরুয়া এবং পাঠ করবেন শ্রীযুক্ত অশোক মন্ডল হাউর পাঁশকুড়া। এছাড়াও পাঠ করবেন শ্রীযুক্ত অচ্যুত বল্লভ দাস  ভক্তিবেদান্ত গীতা একাডেমি শ্রীধাম মায়াপুর ইসকন হলদিয়া ব্রাঞ্চ। ৫ ই ফাল্গুন অষ্ট প্রহর ব্যাপী নাম সংকীর্তন গৌর গোবিন্দ লীলা পরিবেশন করবেন শ্রীমতি কল্পনা নাগ( দাস) রাধা বল্লভ পুর পূর্ব মেদিনীপুর এবং ভোর চারটায় কুঞ্জ ভঙ্গ। ৬ ফাল্গুন শনিবার দধিমঙ্গল এবংং

 মহা - মহোৎসব এবং প্রত্যেক দিনই নগর পরিক্রমা রয়েছে। জানালেন গৌরাঙ্গ ধাম সম্প্রদায় পরিচালক কমিটি সভাপতি  পরিতোষ প্রধান।

No comments