Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিখোঁজ হওয়া নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে পাঁশকুড়া থেকে উদ্ধার করল মহিষাদল থানার পুলিশ প্রশাসন

নিখোঁজ হওয়া নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে পাঁশকুড়া থেকে উদ্ধার করল মহিষাদল থানার পুলিশ প্রশাসন 


চাইল্ড ম্যারেজ এর হাত থেকে উদ্ধার করল লক্ষ্যা গার্লস হাই(উ: মা:) স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া স্কুল ছাত্রী সুমিত্রা জানা ( ১৪ )ক…

 




নিখোঁজ হওয়া নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে পাঁশকুড়া থেকে উদ্ধার করল মহিষাদল থানার পুলিশ প্রশাসন 




চাইল্ড ম্যারেজ এর হাত থেকে উদ্ধার করল লক্ষ্যা গার্লস হাই(উ: মা:) স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া স্কুল ছাত্রী সুমিত্রা জানা ( ১৪ )কে মহিষাদল থানার পুলিশ প্রশাসন। সরস্বতী পুজোর দিন সকালে সুমিত্রা  স্কুলে পুষ্পাঞ্জলি দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু সন্ধ্যা  পর্যন্ত  আর বাড়ি ফিরে না। সুমিত্রার  বাবা-মা  অস্থির হয়ে ওঠে মেয়ে বাড়ি না ফেরার জন্য । তার বিভিন্ন  বান্ধবীদের কাছে খোঁজ খবর নিতে থাকে। কিন্তু রাত পর্যন্ত আর বাড়ি ফিরছে না। সুমিত্রার বাবা হারাধন ও মা সরস্বতী জানা মহিষাদল থানায় উপস্থিত হয়ে একটি মিসিং ডায়েরি করেন। এই মিসিং কেসের তদন্তকারী অফিসার কালী শঙ্কর বেরা  তদন্তে নেমে জানতে পারে কালিকা কুন্ডু গ্রামের একটি ছেলে সুমিত্রা কে নিয়ে পালিয়ে যায়। স্কুল পড়ুয়া ছাত্রী টির বয়স মাত্র ১৪ বছর। তার বিবাহের বয়স আইনগত দিক থেকে হয় নাই ।এই মর্মে একটি চাইল্ড ম্যারেজ কেস মহিষাদল থানার শুরু হয়। প্রথমে ছেলেটির বাবা কে গ্রেফতার করে মহিষাদল থানার পুলিশ প্রশাসন। তার বাবার মুখ থেকে জানতে পারে ছেলেটি তার মামার বাড়ি পাঁশকুড়া তে ঐ ছাত্রী কে নিয়ে পালিয়ে যায়। ছাত্রীটিকে ছেলেটির মামার বাড়ি পাঁশকুড়া থেকে উদ্ধার করে মহিষাদল থানার পুলিশ প্রশাসন। গতকাল হলদিয়া ACJM কোটের বিচারপতি নবম শ্রেণীর ছাত্রীকে হোমে থাকার নির্দেশ দিয়েছেন। মহিষাদল থানার তদন্তকারী অফিসার গতকাল নন্দকুমার থানার অন্তর্গত বরগোদা C.W.C নিবেদিতা হোমে ছাত্রীটিকে পৌঁছে দেন। স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপাঠী জানিয়েছেন কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার কারণে অনেক ছাত্রীরা ড্রপ আউট হয়ে গিয়েছে। বেশিরভাগ ছাত্রীরা তাদের বিবাহের বয়স না হওয়া সত্ত্বেও তারা বিয়ে করে ফেলেছে নানা কারণে।তিনি আরও জানান লক্ষ্যা গার্লস হাই(উ: মা: ) স্কুলের নবম শ্রেণীতে ৬৯-- ৪ জন, দশম শ্রেণীতে ১২৮ --- ২৭ জন , একাদশ শ্রেণিতে ১০৪ --৯৫ জন ছাত্রী ড্রপ আউট। মহিষাদল গয়েশ্বর গার্লস হাই (উ: মা : )স্কুল ,নবম শ্রেণীর ১৮৫ --৮ জন, দশম শ্রেণীতে ২৭৮ ---১৬ জন,একাদশ শ্রেণিতে ২৩৮ ---৮ জন, দ্বাদশ শ্রেণীতে ১৭৫---৯ জন ছাত্রী ড্রপ আউট। গোপালপুর হাই( উ: মা: ) স্কুলে স্কুলের প্রধান শিক্ষক শিবাজী বেরা জানিয়েছেন প্রায় দু বছর স্কুল বন্ধ থাকায় বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়েছে চাইল্ড ম্যারেজ এর ক্ষেত্রে। নবম শ্রেণীতে ৪৮----৩ জন ,দশম শ্রেণীতে ১০১--- ৫ জনও একাদশ শ্রেণিতে ৬৪--- ৫ জন পড়ুয়া স্কুল ছাত্রী ড্রপ আউট।

No comments