Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিবেকানন্দ মিলনোৎসব,গনপতি আরাধনা এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসবের শুভসূচনা হল

বিবেকানন্দ মিলনোৎসব,গনপতি আরাধনা এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসবের শুভসূচনা হলবিবেকানন্দ মিলনোৎসব,গনপতি আরাধনা এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসবের শুভসূচনা হল। আয়োজনে বিবেকানন্দ সঙ্ঘ ডিঃঘাসীপুর ১৭ নং ওয়ার্ড,যে প্রতিষ্ঠান ধর্মের ব…

 


বিবেকানন্দ মিলনোৎসব,গনপতি আরাধনা এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসবের শুভসূচনা হল

বিবেকানন্দ মিলনোৎসব,গনপতি আরাধনা এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসবের শুভসূচনা হল। আয়োজনে বিবেকানন্দ সঙ্ঘ ডিঃঘাসীপুর ১৭ নং ওয়ার্ড,যে প্রতিষ্ঠান ধর্মের বেড়াজাল ছিন্ন করে মানবিক ও সামাজিক প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা ছিলেন কবি ও সম্পাদক প্রাণনাথ শেঠ, প্রাবন্ধিক কল্লোল সামন্ত, মতিলাল দাস,সঙসারময় প্রামানিক,সেক জিয়াদুল, প্রদীপ হাজরা,অধ্যাপক চক্রবর্তী,অধ্যাপিকা ব্যানার্জি , প্রবীন শিক্ষক সত্যবাবু সহ বহু গুণীজনদের। কচিকাঁচা দের নৃত্য পরিবেশন ছিল প্রানবন্ত। সপ্তাহ ব্যাপী পূজার্চনা ও অনুষ্ঠান চলবে।

No comments