প্রয়াত হলেন হলদিয়া সার কারখানার প্রাক্তন আধিকারিক চিন্তামণি রাম
হলদিয়া সার কারখানার প্রাক্তন আধিকারিক চিন্তামণি রাম CM Ram) আজ ভোরে সাড়ে চার থেকে পাঁচটা নাগাদ হলদিয়ার তাঁর সেক্টর-৮-এর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়…
প্রয়াত হলেন হলদিয়া সার কারখানার প্রাক্তন আধিকারিক চিন্তামণি রাম
হলদিয়া সার কারখানার প্রাক্তন আধিকারিক চিন্তামণি রাম CM Ram) আজ ভোরে সাড়ে চার থেকে পাঁচটা নাগাদ হলদিয়ার তাঁর সেক্টর-৮-এর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর স্ত্রী হীরা রাম, দুই পুত্র, দুই পুত্রবধূ ও নাতিরা রয়েছেন ।
অত্যন্ত বন্ধুবৎসল চিন্তামণি হলদিয়া সার কারখানার ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে কাজ করেছেন। তাঁর মৃত্যু সংবাদে জেলা আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার সাংবাদিক নরেশ দাস গভীর শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করলেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
No comments