অল্পের জন্য দুর্ঘটনা থেকে রেহাই! চলন্ত মালগাড়ি থেকে খুলে গেলো ১০ টি বগি, দীর্ঘক্ষণ অচল হয়ে পড়ে হলদিয়া পাঁশকুড়া রেল লাইন চলন্ত মালগাড়ির ১০ টি বগি খুলে যানযট তৈরি হলো হলদিয়া - পাঁশকুড়ার রেল লাইনের তমলুকের ধারিন্দায়। তবে হতাহত বা বড়…
অল্পের জন্য দুর্ঘটনা থেকে রেহাই! চলন্ত মালগাড়ি থেকে খুলে গেলো ১০ টি বগি, দীর্ঘক্ষণ অচল হয়ে পড়ে হলদিয়া পাঁশকুড়া রেল লাইন
চলন্ত মালগাড়ির ১০ টি বগি খুলে যানযট তৈরি হলো হলদিয়া - পাঁশকুড়ার রেল লাইনের তমলুকের ধারিন্দায়। তবে হতাহত বা বড়সড় বিপর্যয় ঘটেনি।এদিন হলদিয়া থেকে পাঁশকুড়াগামী একটি মালগাড়ির পিছনের দিকে থাকা ১০টি বগি তমলুকে ধারিন্দার কাছে খুলে যায়। মানিকতলা পর্যন্ত চলে যায় ইঞ্জিন। ইঞ্জিন বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর পিছিয়ে আসে। এই মুহূর্তে ইঞ্জিনের সঙ্গে বগি জোড়া লাগানোর কাজ করতে সময় লেগে যায় প্রায় ৪৫ মিনিট। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ধারিন্দায় গেট পড়ে থাকে দীর্ঘক্ষণ । দুদিকে তীব্র যানজট সৃষ্টি হয়। রেল কর্তৃপক্ষ এসে দ্রুত যানযট মুক্ত করে। তবে স্থানীয়দের অভিযোগ রেল কর্তৃপক্ষের উদাসিনতার কারনে সাধারন মানুষকে দীর্ঘক্ষণ ভুগতে হয়েছে।
No comments