প্রাণ ফিরে পাক আইনের অনুশাসন --- স্বপন সমাদ্দার
আনিস খুনের মাথারা খুশিতে বেড়াচ্ছে হেসে,খেলে।আর সে খুনের প্রতিবাদ করে মীনাক্ষী যায় জেলে!
ধন্য শাসক, ধন্য পুলিশ ,ধন্য বিচার, আইন!শাস্তি পাবে না,যারা এ রাজ্যে ধরেছে খুনের লাইন।
পুলিশ…
প্রাণ ফিরে পাক আইনের অনুশাসন --- স্বপন সমাদ্দার
আনিস খুনের মাথারা খুশিতে বেড়াচ্ছে হেসে,খেলে।
আর সে খুনের প্রতিবাদ করে মীনাক্ষী যায় জেলে!
ধন্য শাসক, ধন্য পুলিশ ,ধন্য বিচার, আইন!
শাস্তি পাবে না,যারা এ রাজ্যে ধরেছে খুনের লাইন।
পুলিশ আইনরক্ষক হয়ে করে যাবে অপরাধ।
প্রতিবাদী হলে তাদের হাতেই মরবে নিরপরাধ।
কোন্ জঙ্গলে বাস করি সব?প্রশ্ন তুলেছ তুমি?
কাদের স্বেচ্ছাচারিতা করেছে দেশকে বধ্যভূমি?
কেন দেশে এত রক্তবন্যা,মানবতা ডোবে শোকে?
আমি দায়ী করি নিজের ভুলকে,তুমি করো ভাগ্যকে!
তবু প্রতিদিন আছড়ে পড়ছে বিরুদ্ধতার ঢেউ...
অথচ কবে যে বদলাবে সব,আমরা জানি না কেউ!
জানি না, এদেশে প্রাণ ফিরে পেতে আইনের অনুশাসন,
আরও কতকাল নীরবে শুনবে তাদের অনৃত ভাষণ!
No comments