বামফ্রন্ট সরকারের আমলে স্বাস্থ্যমন্ত্রী ও দুবারের শিক্ষামন্ত্রী । সাথে পার্টির জেলা ও রাজ্যস্তরে নেতৃত্ব - পার্থ দে
সময় থাকলে একটু পড়বেন কমরেডস্.... কমরেড পার্থ দে । বামফ্রন্ট সরকারের আমলে স্বাস্থ্যমন্ত্রী ও দুবারের শিক্ষামন্ত্রী …
বামফ্রন্ট সরকারের আমলে স্বাস্থ্যমন্ত্রী ও দুবারের শিক্ষামন্ত্রী । সাথে পার্টির জেলা ও রাজ্যস্তরে নেতৃত্ব - পার্থ দে
সময় থাকলে একটু পড়বেন কমরেডস্.... কমরেড পার্থ দে । বামফ্রন্ট সরকারের আমলে স্বাস্থ্যমন্ত্রী ও দুবারের শিক্ষামন্ত্রী । সাথে পার্টির জেলা ও রাজ্যস্তরে নেতা । না... ইনা কে অন্য শিক্ষামন্ত্রীর মতো দুর্নীতির দায়ে সিবিআই বা ইডি ডাকেনি । জামা টা আজও ধপধপে সাদা, একফোঁটা ও দুর্নীতির কালো দাগ কেউ ছিটাতে পারেনি, যদিও চাইলেই তিনি এই বাঁকুড়ার ভাঙা ঘর ছেড়ে বাঁকুড়া তেই কয়েকটি বিলাসবহুল বাড়ি বানিয়ে নিতে পারতেন, পারতেন প্রচুর সম্পত্তির মালিক হতে, কিন্তু সেই দিকে তিনি পা না বাড়িয়ে, লাল ঝান্ডা কাঁধে নিয়ে সারা জীবন টা কাঁটিয়ে দিলেন মেহনতি মানুষের স্বার্থে.. যে জরাজীর্ণ বাড়ি টির সামনে পার্থ বাবু দাঁড়িয়ে আছেন, সেই টিই পার্থ বাবুর বাঁকুড়ার বাড়ি...!! এই বাড়ি তে বসেই এক সময় জেলার বাম আন্দলোনের গতিপথ নির্নয় হতো । জননেতা কমরেড জ্যোতি বসু, বিনয় চৌধুরী , হরেকৃষ্ণ কোঙার, প্রমোদ দাশগুপ্ত, বিমান বসু সহ তাবড় তাবড় বামনেতা দের যাওয়া আসা ছিল এই বাড়িতে, কিন্তু পার্থবাবুর এই বাড়ির অবস্থা আজ খুবই খারাপ । ঘরের প্লাস্টার এখন মাঝেমধ্যেই খসে পড়ে, তবুও জীবনের ঝুঁকি নিয়েই মাঝে মধ্যেই থাকতেন, কিন্তু যতদিন যাচ্ছে ঝুঁকি আরো বাড়ছে, যে কোন সময়ে ঘটে যেতে পারে বড়ো দুর্ঘটনা , তাই বাড়ি ছেড়ে দিলেন কমরেড পার্থ দে । যিনি আমাদের আদর্শ ও অনুপ্রেরণা । যাকে দেখলেই শ্রদ্ধাই মাথা নত হয়ে যায়, যার সামনে আজও সোজা হয়ে দাঁড়াতে পারেনি কোন দুর্নীতিগ্রস্ত ও ধান্দাবাজরা । ছবিটি পার্থবাবু বাড়ি ছেড়ে দেওয়ার আগের মুহুর্ত.... সত্যিই মন্টা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেলো, একজন সাচ্চা কমিউনিস্ট কাকে বলে এনাদের জীবন যাপন দেখলেই বোঝা যায় । লাল সেলাম কমরেড পার্থ দে । আপনি ছিলেন, আছেন, থাকবেন... আমাদের শয়নে, স্বপনে, স্লোগানে । ভালো থাকুন, সুস্থ থাকুন ।।
No comments