Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ডেন্টাল কলেজ ও হাসপাতালে ন্যূনতম খরচে মুখের ক্যান্সার সার্জারি শুরু হয়েছে

হলদিয়া ডেন্টাল কলেজ ও হাসপাতালে ন্যূনতম খরচে মুখের ক্যান্সার সার্জারি শুরু হয়েছে
হলদিয়া ডেন্টাল কলেজ ও হাসপাতালে ন্যূনতম খরচে মুখের ক্যান্সার সার্জারি শুরু হয়েছে। ক্যান্সার ও দুর্ঘটনায় বিকৃত মুখমণ্ডল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিচ্ছ…

 





হলদিয়া ডেন্টাল কলেজ ও হাসপাতালে ন্যূনতম খরচে মুখের ক্যান্সার সার্জারি শুরু হয়েছে


হলদিয়া ডেন্টাল কলেজ ও হাসপাতালে ন্যূনতম খরচে মুখের ক্যান্সার সার্জারি শুরু হয়েছে। ক্যান্সার ও দুর্ঘটনায় বিকৃত মুখমণ্ডল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।


শনিবার ওয়ার্ল্ড ম্যাক্সিল্লোফেসিয়াল সার্জারি  ডে'তে একথা জানালেন হাসপাতালের প্রিন্সিপাল উত্তম সেন। তিনি জানান, কলকাতার যে কোনও হাসপাতালের পাঁচভাগের একভাগ খরচে ক্যান্সারের সার্জারি করা হচ্ছে।

এখানে দাঁতের ও মুখের চিকিৎসার জন্য ডেন্টাল চেয়ারের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ৩০০ করা হয়েছে। দুর্ঘটনায় ভেঙে গুঁড়িয়ে যাওয়া চোয়াল খুব কম খরচে কঠিন ও জটিল অপারেশনের মাধ্যমে রোগীদের স্বাভাবিক জীবনে ফেরাচ্ছেন চিকিৎসকরা। এজন্য গুটকা,খৈনি, পানমশলা খাওয়ার অভ্যেস ছাড়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এই নেশা থেকেই মুখের ক্যন্সারের উৎপত্তি।

 বিশেষজ্ঞ চিকিৎসক ও ডেন্টাল কলেজের বিভাগীয় প্রধান রাজর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, হলদিয়া ডেন্টাল কলেজে চিকিৎসকরা টিম ওয়ার্কের মাধ্যমে মুখের নানাধরনের জটিল অপারেশনে সাফল্য পেয়েছেন। হলদিয়া ছাড়াও জেলার বিভিন্ন  শিবির করে মানুষকে সচেতন করার কাজ চলছে। ১২ ফেব্রুয়ারি ম্যাক্সল্লোফসিয়াল ডে উপলক্ষ কলেজ চত্বরে গাছ লাগানো হয়।

No comments