পটাশপুরে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি দুষ্কৃতীরপ্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুরের পটাশপুর এর সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকা বড় উদয়পুর গ্রামের রাতের অন্ধকারে চলল গুলি।তৃণমূলের অভিযোগ, কলকাতায় থাকে ওই এলাকার বাসিন্দা সঞ্জিত…
পটাশপুরে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি দুষ্কৃতীর
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুরের পটাশপুর এর সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকা বড় উদয়পুর গ্রামের রাতের অন্ধকারে চলল গুলি।
তৃণমূলের অভিযোগ, কলকাতায় থাকে ওই এলাকার বাসিন্দা সঞ্জিত নায়ক, নির্বাচন এলে কলকাতা থেকে এলাকায় এসে যখন তখন নিজের পকেট থেকে পিস্তল বের করে ফায়ারিং করত বলে অভিযোগ। বুধবার রাতে মদ্যপ অবস্থায় তৃণমূলকে লক্ষ্য করে নানান ভাষায় গালিগালাজ করতে থাকে ওই দুষ্কৃতী সঞ্জীত নায়েক। আর তা নিয়েই পটাশপুরের ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থক তপন প্রধানের সাথে কথা কাটাকাটি হতে থাকে, তারপর এই আচমকা নিজের পকেট থেকে পিস্তল বের করে তৃণমূল কর্মী তপন প্রধানকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিতে আহত হয়ে তপন বাবু তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়লে তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাঠি হাসপাতালে স্থানান্তরণ করা হয়েছে। বর্তমান সেখানেই চিকিৎসাধীন ওই তৃণমূল কর্মী। দুই তিন রাউন্ড গুলি চালানোর সময় পিস্তল থেকে ছোড়া গুলি তার পেটের নিচের দিক থেকে এফোঁড় ওফোঁড় হয়ে বেরিয়ে যায় বলে স্থানীয় সূত্রের খবর। ঘটনার তদন্তে পুলিশ। পটাশপুরের ওসি দীপক কুমার চক্রবর্তী জানিয়েছেন, কী কারণে গুলি চালিয়েছে! তা তদন্ত সাপেক্ষ। তবে পুলিশের তরফে ইতিমধ্যেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
No comments