বাংলা পক্ষর লড়াইয়ের জয়, প্রতিবাদে বাধ্য হয়ে বাংলা গান বাজালো ব্রডওয়ে কর্তৃপক্ষগণেশ চন্দ্র এভিনিউ তে সেহগালের মালিকানাধীন ব্রডওয়ে রেস্টুরেন্টে বাংলা গান নিষিদ্ধ করার প্রতিবাদে আজ সন্ধ্যে ৭ টায় রেস্টুরেন্টের সামনে বাংলা পক্ষর প্রতি…
বাংলা পক্ষর লড়াইয়ের জয়, প্রতিবাদে বাধ্য হয়ে বাংলা গান বাজালো ব্রডওয়ে কর্তৃপক্ষ
গণেশ চন্দ্র এভিনিউ তে সেহগালের মালিকানাধীন ব্রডওয়ে রেস্টুরেন্টে বাংলা গান নিষিদ্ধ করার প্রতিবাদে আজ সন্ধ্যে ৭ টায় রেস্টুরেন্টের সামনে বাংলা পক্ষর প্রতিবাদ কর্মসূচী হল।
বাংলা পক্ষর সহযোদ্ধারা উপস্থিত হয়ে প্রতিবাদ করে, স্লোগান দেয়। রেস্টুরেন্টের মধ্যে শান্তিপূর্ণ ভাবে বাংলা গান "ধনধান্য পুষ্পভরা", " "আমি বাংলায় গান গাই", "মুক্তির মন্দির সোপান তলে" গেয়ে প্রতিবাদ জানায় বাংলা পক্ষর সহযোদ্ধারা।
প্রতিবাদের ফলে ক্ষমা চাইল মালিক সন্দীপ সেহেগাল। তারপর দাবিমতো ব্যান্ড বাংলা গান "এই পথ যদি না শেষ হয়" গেয়ে শোনালো৷
এই জয় প্রতিটা বাঙালি শিল্পী, প্রতিবাদী বাঙালির জয়। এভাবেই আমরা জিতবো, বাঙালি জিতবে।
প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, সোয়েব আমিন, দক্ষিণ ২৪ পরগনার সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহমেদ, বাংলা পক্ষর সামাজিক মাধ্যম সমন্বায়ক সায়ন মিত্র প্রমুখ।
যে বাঙালি পরিবারকে (শ্রীকান্ত ব্যানার্জী, তার স্ত্রী ও ভাগ্নি) রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলেছে যে বাংলা গান "প্রোহিবিটেড", তারাও উপস্থিত ছিল প্রতিবাদ কর্মসূচীতে।
No comments