Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মৃত শ্রমিক পরিবারের হাতে টাকা তুলে দিলেন- শিবনাথ

হলদিয়া মৃত শ্রমিক পরিবারের হাতে টাকা তুলে দিলেন- শিবনাথ

গত ২৪ জানুয়ারি তারিখে AVRSTTPL haldia company তে কর্মরত অবস্থায় আহত হন, রবীন প্রামানিক। তারপর কলকাতা হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান। পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিইউসি…

 


হলদিয়া মৃত শ্রমিক পরিবারের হাতে টাকা তুলে দিলেন- শিবনাথ



গত ২৪ জানুয়ারি তারিখে AVRSTTPL haldia company তে কর্মরত অবস্থায় আহত হন, রবীন প্রামানিক। তারপর কলকাতা হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান। পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকারের তৎপরতায় কোম্পানি এবং কন্টাকটার এর কাছ থেকে ক্ষতিপূরণ  দাবি করা হয়।  আজ ৪ জানুয়ারি কোম্পানি কন্টাকটার এবং ইউনিয়নের নেতৃত্বে সামনেই রবীন্দ্র প্রামাণিকের পরিবারের হাতে আড়াই লক্ষ টাকা তুলে দেওয়া হল।( AVRSTTPL Haldia 2 লক্ষ টাকা  এবং  SB enterprise) 50,000 শিবনাথ সরকার বলেন কর্মরত শ্রমিক কোনভাবেই আক্রান্ত মারা গেলে তাদের পরিবারের প্রতি মা মাটি মানুষের সরকারের নেতৃত্ব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিইউসি সংগঠনের উদ্যোগে আমরা দাবি করি এবং তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। আজ সেই অনুযায়ী আমরা (রবিন প্রমানিক) পরিবারের হাতে আড়াই লক্ষ টাকা তুলে দিলাম।

No comments