Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জন্মদিনে অসহায় মানুষের হাতে কম্বল ও খাদ্য সামগ্রী তুলে দিলেন

জন্মদিনে অসহায় মানুষের হাতে কম্বল ও খাদ্য সামগ্রী তুলে দিলেন

প্রিয়াঙ্কা মজুমদার দাস ও তীর্থঙ্কর দাস এর কন্যা ওপালিনা দাস এর ৬ ষষ্ঠ জন্মদিবস উপলক্ষে পিতা-মাতা ও ANIMAL LOVER'S ORGANIZATION ( ALO) এর উদ্যোগে

-আপনারে লয়ে বিব্রত…

 


জন্মদিনে অসহায় মানুষের হাতে কম্বল ও খাদ্য সামগ্রী তুলে দিলেন



প্রিয়াঙ্কা মজুমদার দাস ও তীর্থঙ্কর দাস এর কন্যা ওপালিনা দাস এর ৬ ষষ্ঠ জন্মদিবস উপলক্ষে পিতা-মাতা ও ANIMAL LOVER'S ORGANIZATION ( ALO) এর উদ্যোগে



-আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে , এই বাণীর যথার্থতা ও সমাজ সচেতনতা এবং সমাজের প্রতি দায়বদ্ধ রেখে জন্মদিন পালন করা হল। ছোট্ট মেয়ের জন্মদিনে পার্টি না করে অসহায় মানুষের হাতে তুলে দিলেন উপহার । প্রিয়াঙ্কা মজুমদার দাস ও তীর্থঙ্কর দাস   এর কন্যা ওপালিনা দাস এর ৬ ষষ্ঠ জন্মদিবস উপলক্ষে পিতা-মাতা ও স্বেচ্ছাসেবী সংস্থা আলো এর উদ্যোগে  অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন । হলদিয়ার "শহীদ মাতঙ্গিনী আবাস" এ বসবাসকারী আশ্রয়হীন  আবাসে মেয়ের জন্মদিন পালন ও আবাসে থাকা  ৩০ জন বৃদ্ধ অসহায় মানুষদের হাতে কম্বল ও শুকনো খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। হলদিয়া পৌরসভার ভবঘুরেদের সেন্টারে ছোট্ট ওপালিনার জন্মদিন পালন এক নতুন মাত্রা আনলো আলো  ।
আর পাঁচটা জন্মদিনের মতো হৈ-হুল্লোড় না করে বৃদ্ধাশ্রমের কিংবা ভবঘুরেদের হাতে মিষ্টি ফল ও উপহার তুলে দেয় পরিবার ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক প্রাণনাথ শেঠ, মনীন্দ্রনাথ গায়েন, অনুপ পাঁজা, "আলো" সংস্থার পক্ষে চৈতালি মজুমদার, জয়শ্রী দে, গোলক দাস, মিনাক্ষী মাইতি, সমাজসেবী বিপ্লব চক্রবর্তী, তুষার ভৌমিক, সুমিতা রাউৎ, সুকুমার মাইতি সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাগন।





No comments