পৌরসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর থাকবে কার দখলে? পূর্ব মেদিনীপুর থাকবে কার দখলে? রবিবার সকাল ৭টা থেকে জেলার তমলুক , কাঁথি ও এগরায় শুরু হয়ে গেছে পুরসভা নির্বাচন। ভোট হচ্ছে ৩টি পুরসভার মোট ওয়ার্ড ৫৫টি। যার তমলুক ২০ , কাঁথি ২১, এগর…
পৌরসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর থাকবে কার দখলে?
পূর্ব মেদিনীপুর থাকবে কার দখলে? রবিবার সকাল ৭টা থেকে জেলার তমলুক , কাঁথি ও এগরায় শুরু হয়ে গেছে পুরসভা নির্বাচন। ভোট হচ্ছে ৩টি পুরসভার মোট ওয়ার্ড ৫৫টি। যার তমলুক ২০ , কাঁথি ২১, এগরা ১৪। এই ৩ টি পুরসভায় ১৯৭ জন মোট প্রার্থী লড়াই করছেন। মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৬৮ টি । মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৫৬২ জন।
করোনা পরিস্থিতির কারণে মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় দেড় বছর পর ভোট হচ্ছে এই ৩ পুরসভায়। ফলে এই ভোট ঘিরে উত্তাপ চরমে। ভোটের গণনা ২ রা ফেব্রুয়ারি।
No comments