নন্দীগ্রামের তৃণমূল কর্মী খুনের মামলার সিআইডি তদন্ত বহাল রাখল হলদিয়া আদালত
নন্দীগ্রামের বয়ালে তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না খুনের ঘটনায় সিআইডি তদন্ত বহাল রাখার নির্দেশ দিল হলদিয়া আদালত। বিধাসভা ভোট পর্যায়ে ২৭ মার্চ বিজেপির হামল…
নন্দীগ্রামের তৃণমূল কর্মী খুনের মামলার সিআইডি তদন্ত বহাল রাখল হলদিয়া আদালত
নন্দীগ্রামের বয়ালে তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না খুনের ঘটনায় সিআইডি তদন্ত বহাল রাখার নির্দেশ দিল হলদিয়া আদালত। বিধাসভা ভোট পর্যায়ে ২৭ মার্চ বিজেপির হামলায় জখম হয়েছিলেন রবীন্দ্রনাথ। ১৪ দিনের লড়াই শেষে ৯ এপ্রিল তিনি মারা যান কলকাতার এসএসকেএম হাসপাতালে। শুরু থেকেই ঘটনার তদন্ত করছিল সিআইডি। সম্প্রতি, এই খুনের ঘটনাকে ভোট পরবর্তী হিংসার মামলায় যুক্ত করতে চেয়ে হলদিয়া আদালতে আবেদন জানিয়ে ছিল সিবিআই। সিবিআইকে যাতে তদন্তভার না দেওয়া হয়, আদালতে সে আবেদন জানায় মৃতের পরিবার। সিআইডি পক্ষের আইনজীবীও এ ব্যাপারে আপত্তি জানান। শেষ পর্যন্ত মামলার শুনানিতে সিবিআইর আবেদন খারিজ করে সিআইডিকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারক গিরিজানন্দ রায়। এ বিষয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, 'রবীন্দ্রনাথ মান্নার পরিবারের তরফ থেকে আদালতে জানিয়েছে সিআইডির তদন্তে তারা খুশি। খুনে অভিযুক্ত বিজেপির দুষ্কৃতীদের আড়াল করার জন্য সিবিআই ঘটনাকে ভোট পরবর্তী হিংসার মামলায় যুক্ত করতে চেয়েছিল। আদালত সিবিআই-র দাবিকে গ্রহণযোগ্য বলে মনে করেনি। আদালতের নির্দেশে আমরা খুশি।' মামলার সরকারি আইনজীবী ভি কে রাম বলেন, ' সিবিআই চেয়েছিল ভোট-পরবর্তী হিংসার ঘটনার সঙ্গে এই মামলাকে যুক্ত করতে। কিন্তু যথাযথ প্রমাণ দিয়ে আমরা আদালতের কাছে ওদের দাবি ভুল প্রমাণ করতে পেরেছি। ভোট-পরবর্তী হিংসার সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই।'
No comments