Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুলের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস

দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুলের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস
অনাড়ম্বর ভাবে পালিত হল দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুলের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস।  সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত শিক্ষক সুব্রত সামন্ত সহ কয়েকজ…

 


দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুলের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস


অনাড়ম্বর ভাবে পালিত হল দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুলের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস।  সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত শিক্ষক সুব্রত সামন্ত সহ কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী।পরে স্কুলের প্রাক্তন ছাত্র ও দীর্ঘ দু দশকের প্রাক্তন সম্পাদক মামুদ হোসেন বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র, অভিভাবক, বিদ্যোৎসাহী,হাতীশাল বাজারের ব্যবসায়ীদের নিয়ে বিদ্যালয়ের পতাকা বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সেইসাথে বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময়কালে ভূমিদাতা পরিবার,প্রতিষ্ঠাতা, দাতা,শুভানুধ্যায়ী দের স্মৃতির উদ্দেশ্য শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মামুদ হোসেন। উপস্থিত  ছিলেন দীপু খাঁন, প্রবীর বেরা, জাহির খাঁন, চন্দন পাহাড়ী প্রমুখ ।প্রাক্তন সম্পাদক মামুদ হোসেন জানান প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উৎসবের শুভসূচনা উপলক্ষে অাজকে বিদ্যালয়কে অলোক মালায় সুসজ্জিত করা হবে।প্রাক্তন সম্পাদক মামুদ হোসেন বিদ্যালয়ের সর্বস্তরের বর্তমান ও  প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা,শিক্ষাকর্মী,বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান ও প্রাক্তন অভিভাবক-অভিভাবিকা,দাতা,শুভানুধ্যায়ী ও জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনগণকে ঐতিহ্যশালী ফুলেশ্বর দুরমুঠ হাইস্কুলের সারা বছর ধরে প্লাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উদযাপনে সহযোগিতা করার অাবেদন জানান ।

No comments