Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মায়ের "মরণোত্তর চক্ষুদান "করলেন নারায়ণদাঁড়ি চণ্ডীপুরের গীতারানি মাজির ছেলেরা

মায়ের "মরণোত্তর চক্ষুদান "করলেন নারায়ণদাঁড়ি চণ্ডীপুরের গীতারানি মাজির ছেলেরা

মায়ের "মরণোত্তর চক্ষুদান "করলেন নারায়ণদাঁড়ি চণ্ডীপুরের গীতারানি মাজির ছেলেরা। 
   "৬০ তম সদ্য মৃতের কর্নিয়া সংগ্রহ করা হল&…

 


মায়ের "মরণোত্তর চক্ষুদান "করলেন নারায়ণদাঁড়ি চণ্ডীপুরের গীতারানি মাজির ছেলেরা



মায়ের "মরণোত্তর চক্ষুদান "করলেন নারায়ণদাঁড়ি চণ্ডীপুরের গীতারানি মাজির ছেলেরা। 


   "৬০ তম সদ্য মৃতের কর্নিয়া সংগ্রহ করা হল"

প্রশান্ত সামন্ত বলেন গতকালের পর আজকেও কর্নিয়া সংগ্রহ করা হল।  

আজ ( 02/02/2022) দুপুরে মারা যান গীতারানি মাজি ।(বাড়ি- নারায়ণদাড়ি, পায়রাচালি, চণ্ডীপুর,নরঘাট ,পূর্ব মেদিনীপুর )। গীতারানি মাজির প্রতিবেশী তথা আমার সতীর্থ এল আই সি আই এজেন্ট মনিশংকর মাজি মৃতার ছেলেদের মরণোত্তর চক্ষুদানের প্রস্তাব দেন। মায়ের চোখ দিয়ে দু জন অন্ধ মানুষ পৃথিবীর আলো দেখবেন মরণোত্তর চক্ষুদানের মধ্য দিয়ে ।মৃতার ছেলে অংশুমান বাবু ও অশোক বাবু নানান সামাজিক ও মানবিক কাজের সাথে যুক্ত থাকেন। মনিশংকর দাদার কাছ থেকে মরণোত্তর চক্ষুদানের প্রস্তাব পেয়ে এক কথায় সম্মত হন। মনিশংকর দাদা আমাকে বিষয়টি জানালে আমি খুব দ্রুত বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন আই ব্যাঙ্কের (চৈতন্যপুর, হলদিয়া,পূর্ব মেদিনীপুর) টিম নিয়ে ওনাদের বাড়িতে পৌঁছই এবং কর্নিয়া দুটি সংগ্রহ করা হয়। গীতারানি মায়ের আত্মার শান্তি কামনা করি। অংশুমান দাদা, অশোক দাদা সহ পরিবারের সদস্যদের সমবেদনা ও কৃতজ্ঞতা জানাই ।🙏পরিবারটিকে বুঝিয়ে রাজি করিয়ে আমাকে খবর দেওয়ার জন্য বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই আমার সতীর্থ এল আই সি আই এজেন্ট মনিশংকর মাজি দাদাকে।

আজকের গীতারানি মাজির কর্নিয়া সংগ্রহের মধ্য দিয়ে অনেক মানুষের প্রত্যক্ষ্য ও পরোক্ষ্য সহযোগিতায় 60 জন সদ্য মৃতের কর্নিয়া সংগ্রহ করা হল। 

যাঁদের আন্তরিক যহযোগিতায় 60 জনের কর্নিয়া সংগ্রহ হয়েছে তাঁরা হলেন সৌমেন গায়েন,অশোক পাইক, রবীন্দ্রনাথ কর, অশ্বিনী ভৌমিক,ডাঃ বাসুদেব আদক, ডাঃ ভূদেব বাগ,অচিন্ত রায়, শ্যাম সুন্দর পাত্র সহ অনেক মানুষ জন এবং কর্নিয়া দাতা সহ তাঁদের পরিবারের মানুষ জন। সবাইকেই জানাই আমার নত মস্তকে কৃতজ্ঞতা প্রনাম ও ভালোবাসা।এভাবেই পাশে থাকবেন এই কামনা করি ও সবার সুস্থতা কামনা করি। 

 

No comments