Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোর সাথে সাথে হারিয়ে যাওয়া বাঁশ বেতের শিল্প রোক্ষার সমাজকে বার্তা দিতে এবছর পঁচেট আরিয়ানে সরস্বতী পূজার থিম ‘শিল্পকলা’

পুজোর সাথে সাথে হারিয়ে যাওয়া বাঁশ বেতের শিল্প রোক্ষার সমাজকে বার্তা দিতে এবছর পঁচেট আরিয়ানে সরস্বতী পূজার থিম ‘শিল্পকলা’
পটাশপুর, পূর্ব মেদিনীপুরঃ বর্তমানে কোভিড ও ওমিক্রণ সংক্রমণ উর্ধ্বমুখী। তবে সরস্বতী পুজো কি থেমে থাকে! বাঙাল…

 



 পুজোর সাথে সাথে হারিয়ে যাওয়া বাঁশ বেতের শিল্প রোক্ষার সমাজকে বার্তা দিতে এবছর পঁচেট আরিয়ানে সরস্বতী পূজার থিম ‘শিল্পকলা’


পটাশপুর, পূর্ব মেদিনীপুরঃ বর্তমানে কোভিড ও ওমিক্রণ সংক্রমণ উর্ধ্বমুখী। তবে সরস্বতী পুজো কি থেমে থাকে! বাঙালির অন্যতম উৎসব এই সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই ভালোবাসার একটি দিন। এই সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছর বিভিন্ন থিম উপহার দিয়ে থাকে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের পঁচেট আরিয়ান ক্লাব। তাদের এবারের থিম ‘শিল্পকলা’ বা লোকশিল্প । এবছর তাদের পূজো ১৩ তম বর্ষে পদার্পণ করলো। অন্যান্য বছর দর্শনার্থীদের জন্য সুন্দর থিমের মন্ডপ , প্রতিমা , আলোক সজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার হিসেবে তুলে ধরে ঐ ক্লাব। কিন্তু কোভিড কে মাথায় রেখে এবছর কমানো হয়েছে পূজার জাঁকজমক। প্রতিমা সাবেকিয়ানা ভাবে তৈরি। 

  কেন তাদের এবছরের থিম ‘শিল্পকলা’? উত্তরে ক্লাব কৃতপক্ষ জানায়, বর্তমানে প্লাস্টিকের দাপটে হারিয়ে যেতে বসেছে বাঁশ ও বেতের তৈরি ক্ষুদ্রশিল্প। গ্রামের যে মানুষ গুলো এই বাঁশ বেতের শিল্পের সঙ্গে যুক্ত ছিল তারা আছ দিশেহারা তাই সাধারণ মানুষকে বাশ বেত দিয়ে তৈরি জিনিস কেনায় জোর দিতে এবছর পুজোতে তাই বাশঁ বেতের  শিল্পের জিনিস তৈরী করি মন্ডপ শাজানো হয়েছে এই মন্ডপ থেকে সমাজকে এই হারিয়ে যাওয়া  শিল্প রোক্ষার বার্তা দিচ্ছি ।  এই ভাবে প্লাস্টিক এর ব‍্যবহার বাড়তে থাকলে আগামী দিনে  পরিবেশ দুশন ও  বাড়বে তাই আমরা থিমের মাধ্যমে মানুষকে সচেতন করতে পুরো মন্ডপকে বাঁশ ও বেতের তৈরি সামগ্রী দিয়ে সাজিয়ে তুলেছি‌। সমগ্র মন্ডপ এ রয়েছে বাশ ও বেতের তৈরী বিভিন্ন দেব দেবির মূর্তি। সমগ্র মন্ডপ এবছর দর্শনার্থীদের নজর কাড়বে এই আশা পুজো কমিটি। এই পুজোর বাজেট এবছর ৮ লক্ষ টাকা পুজোর কটাদিন চলবে নানান সমাজেসেবা মুলক কাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

No comments