Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনী প্রচার শুরু করলেন এগরা পুরসভা ১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজ্যোতি মাইতি

বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনী প্রচার শুরু করলেন  এগরা পুরসভা ১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজ্যোতি মাইতি 

প্রদিপ কুমার মাইতি, এগরা ঃ  আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনী প্রচার শুরু করলেন পূর্ব…

 


বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনী প্রচার শুরু করলেন  এগরা পুরসভা ১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজ্যোতি মাইতি 



প্রদিপ কুমার মাইতি, এগরা ঃ  আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনী প্রচার শুরু করলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভা ১ নম্বর ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থী বিশ্বজ্যোতি মাইতি ( পেশু)।  বৃহস্পতিবার রাতে এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এলাকার প্রতিটি বাড়িতে পৌঁছে এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করেন বিশ্বজ্যোতিবাবু। এছাড়াও প্রচারে বেরিয়ে এই দিন এলাকাবাসীদের অভাব-অভিযোগের কথা জানার পাশাপাশি আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। নির্বাচনী যুদ্ধে বিরোধীদের অপপ্রচারকে পিছনে ঠেলে জয় লাভের বিষয়ে একশো শতাংশ আশাবাদী তিনি। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "সামনে তো পুরভোট। হাতে আর সময় নেই, তবে নিবিড়ভাবে যাতে জনসংযোগ করা যায়! তাই করছি। আমি মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বিগত দশ বছর ধরে আমি কাউন্সিলর ছিলাম এবং  উপপুরপ্রধান ছিলাম। অতএব মানুষের জন্য যা করে গিয়েছিলাম এখনও মানুষ মনে রেখেছে। তবে ১ নম্বর ওয়ার্ডের যা উন্নয়ন দরকার কেবলমাত্র আমিই তা করতে পারি। আমরা কথা কম কাজে বেশি- এই নীতিতে আমরা বিশ্বাসী।"  কিন্তু বিজেপিকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এগরা-১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শেখ সুরজ আলি বলেন, "উনি তো চারবছর এগারো মাস সাটার ডাউন রাখে। ভোট টা এলে উনি একমাস বেরোন। তাঁর পরিবার  থেকে কুড়ি বছর ধরে  তৃণমূলের কাউন্সিলর ছিল। দলের খেয়ে দলের পরে এবং দল থেকে বড়ো হয়ে গত বিধানসভার আগে বিজেপিতে জয়েন করেছে। এরপরেই আপনারা দেখেছেন যে, সামনে আমফান ঝড় থেকে আরম্ভ করে করোনা পরিস্থিতিতে এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কীভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছানো হয়! সেটা তৃণমূলের কর্মীরা বুঝিয়ে দিয়েছে। তিনি মানুষের কাছে কখোনই থাকেননি। আমরা জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী।"

No comments