Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উদ্বোধন হল পঞ্চম সাগরদিঘী বইমেলা

উদ্বোধন হল পঞ্চম সাগরদিঘী বইমেলা
তুষার কান্তি খাঁ, সাগরদিঘী, ২২ শে ফেব্রুয়ারি------পঞ্চম সাগরদিঘী বইমেলা র উদ্বোধন হয়ে গেল আজ 22 শে ফেব্রুয়ারি মঙ্গলবার সাগরদিঘী এস এন উচ্চ বিদ্যালয়ের মাঠে। বইমেলার উদ্বোধন করেন বিশেষ চাহিদা সম্…

 



উদ্বোধন হল পঞ্চম সাগরদিঘী বইমেলা


তুষার কান্তি খাঁ, সাগরদিঘী, ২২ শে ফেব্রুয়ারি------পঞ্চম সাগরদিঘী বইমেলা র উদ্বোধন হয়ে গেল আজ 22 শে ফেব্রুয়ারি মঙ্গলবার সাগরদিঘী এস এন উচ্চ বিদ্যালয়ের মাঠে। বইমেলার উদ্বোধন করেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু খাদিজা খাতুন, ঘন্টা বাজিয়ে সঙ্গীতা দাস  ও বেলুন উড়িয়ে মুনমুন দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস, সাগরদিঘী থার্মাল পাওয়ার এর জেনারেল ম্যানেজার কৌশিক দত্ত, ডক্টর শরবিন্দু বাগ, সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মেরাজুল ইসলাম, সাগরদিঘী ব্লক হাসপাতালে বি এম ও এইচ এম এ শামীম, সাগরদিঘী এস এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমিজ উদ্দিন মল্লিক প্রমূখ। বই মেলায় রয়েছ 40 টি স্টল। এই বই মেলা চলবে আগামী 27 তারিখ পর্যন্ত। বইমেলাকে কেন্দ্র করে শিশু-কিশোর ও বইপ্রেমীদের মধ্যে দেখা দেয় প্রবল উৎসাহ। বইমেলার বিশেষ আকর্ষণ হলো প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

No comments