রাজ্যের অভূতপূর্ব সফল উদ্যোগ,ফের জনতার দরবারে "দুয়ারে সরকার"মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ১৫ই ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হল "দুয়ারে সরকার"সরকারি সূত্রে জানা গিয়েছে এবার দুয়…
রাজ্যের অভূতপূর্ব সফল উদ্যোগ,ফের জনতার দরবারে "দুয়ারে সরকার"
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ১৫ই ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হল "দুয়ারে সরকার"
সরকারি সূত্রে জানা গিয়েছে এবার দুয়ার সরকার কর্মসূচি দুটি রাউন্ডে হবে।প্রথম রাউন্ডে দুয়ারে সরকার হবে ১৫ থেকে ২১ শে ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডে হবে ১ মার্চ থেকে ৭ই মার্চ।উল্লেখ্য 'দুয়ারে সরকার'-এ এখনো পর্যন্ত প্রায় সাড়ে চার কোটি রাজ্যবাসীকে বিভিন্ন পরিষেবা দেয়া হয়েছে।সরকারের দৃষ্টান্তমূলক জনকল্যাণকর বিভিন্ন উদ্যোগের পাশাপাশি এবার নতুন কয়েকটি প্রকল্প এসেছে।যেগুলি হল কিষান ক্রেডিট কার্ড(কৃষকের জন্য),মৎস্যজীবী ক্রেডিট কার্ড,আর্টিজান ক্রেডিট কার্ড,উইভার ক্রেডিট কার্ড,কিষান ক্রেডিট কার্ড(প্রাণীপালন),স্বনির্ভর গোষ্ঠীদের ব্যাঙ্কের ঋণের অনুমোদন,প্রতিবন্ধকতার শংশাপত্র।মঙ্গলবার সকাল থেকে হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতির বিভিন্ন অঞ্চল ভিত্তিক 'দুয়ারে সরকার' ক্যাম্পে বহু মানুষ লাইন দিয়ে ফর্ম তোলে।পরে ফর্ম জমা দেওয়ার জন্য বিকেল অবদি ভিড় জমে।হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত কুমার হাজরা জানিয়েছে প্রথম পর্যায়ের "দুয়ারে সরকার" কর্মসূচিতে যারা সুযোগ-সুবিধা পায়নি তারা এবার পুনরায় নতুন করে ফর্ম ফিলাপ করেছে। হলদিয়া ব্লকের মৎস্য কর্মাধক্ষ্য গোকুল চন্দ্র মাজী জানান মৎস্য ক্রেডিট কার্ড-এর ফলে বহু মৎস্যচাষী মাছ চাষের ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবে।ফলে তাদের অনেকটাই সুবিধা হবে।
No comments