কাঁথি পৌরসভা নির্বাচনের অশান্তিতে আক্রান্ত বিজেপি প্রার্থী ও নেতাদের বাড়িতে গেলেন শুভেন্দু
ভোটপর্ব মিটতেই সন্ধ্যা ৬টার পর বাড়ি থেকে বেরিয়ে ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী, নির্বাচনী প্রার্থীদের বাড়ি বাড়ি ঘুরে দেখা করলেন ব…
কাঁথি পৌরসভা নির্বাচনের অশান্তিতে আক্রান্ত বিজেপি প্রার্থী ও নেতাদের বাড়িতে গেলেন শুভেন্দু
ভোটপর্ব মিটতেই সন্ধ্যা ৬টার পর বাড়ি থেকে বেরিয়ে
ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী, নির্বাচনী প্রার্থীদের বাড়ি বাড়ি ঘুরে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়,বেলা বাড়ার সাথে সাথেই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠে আসে শাসকদলের বিরুদ্ধে।
এমনকি সক্রিয় ভাবে বুথে প্রবেশ করে ছাপ্পা মারে বলেও অভিযোগ বিজেপির।
তাই রুখতে গেলে বিজেপির এজেন্ট সহ প্রার্থীদের ওপর চড়াও হয়ে মারধর করে তৃণমূল, এমনটাই অভিযোগ উঠে আসে। ভোটপর্ব মিটতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তায় নামেন।
প্রথমত কাঁথি মহিলা থানায় সকাল থেকে আটকে রাখা হয়েছিল বিজেপির প্রার্থী অপর্না বেরাকে। সেই মোতাবেক সন্ধ্যায় পায়ে হেঁটে কাঁথি থানায় প্রবেশ করে মহিলা পুলিশের সামনে কমিশনকে ফোন করেন শুভেন্দু বাবু। তাঁর পরেই আটকে থাকা বিজেপি প্রার্থী কে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাওয়ার জন্য আস্বস্ত করেন। এমন ঘটনার তীব্র নিন্দা করে ছিঃ ছিঃ করেন তিনি। তাঁর পরেই ফের রওনা দেন আক্রান্ত রাজ্য নেতৃত্ব সোমনাথ রায়ের বাড়িতে গিয়ে দেখা করেন তাঁর সাথে।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন অখিল গিরি দেখতে কুৎসিত অশিক্ষিত, টাকা তোলে। মমতা ব্যানার্জির চাকর, দীঘা শংকরপুর গেলে লোকে ওকে তোলাবাজ বলে, মমতা ব্যানার্জি আমাদের স্বাধীনতা সংগ্রামীকে অপমান করার জন্যই ওকে রেখেছে। ঘরে আসবে তখন পুলিশ গুলোর অবস্থা খুব খারাপ হবে এমনই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ওখান থেকে বের রওনা দিয়ে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সীতারাম মাঝির বাড়িতে গিয়ে দেখা করেন তিনি।
সেখানে তিনি আহত সীতারাম মাঝি কে বলেন আপনি অভিযোগ করে রাখুন এর বিচার একদিন হবে। ভালো থাকার পরামর্শ দিয়ে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী।
No comments