Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার টেলিমেডিসিন পরিষেবা ইএসআই হাসপাতালে

এবার টেলিমেডিসিন পরিষেবা ইএসআই হাসপাতালে
রাজ্যে ইএসআই চিকিৎসা পরিকাঠামোয় এবার যুক্ত হতে চলেছে টেলিমেডিসিন ব্যবস্থা। শীঘ্রই বাংলার নানা প্রান্তে ছড়িয়ে থাকা সংস্থার ১৩টি হাসপাতাল এবং ৪২টি ডিসপেন্সারি এই আধুনিক পরিষেবার সুযোগ এনে …

  এবার টেলিমেডিসিন পরিষেবা ইএসআই হাসপাতালে


রাজ্যে ইএসআই চিকিৎসা পরিকাঠামোয় এবার যুক্ত হতে চলেছে টেলিমেডিসিন ব্যবস্থা। শীঘ্রই বাংলার নানা প্রান্তে ছড়িয়ে থাকা সংস্থার ১৩টি হাসপাতাল এবং ৪২টি ডিসপেন্সারি এই আধুনিক পরিষেবার সুযোগ এনে দেবে রোগীদের কাছে। বিশেষজ্ঞদের পরামর্শসহ এই চিকিৎসা পরিষেবা নিতে পারবেন নথিভুক্ত ২০ লক্ষ বিমাকৃত শ্রমিক-কর্মচারী। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য মিলিয়ে অন্তত ৫০ লক্ষ মানুষ এই সুযোগ গ্রহণে লাভবান হবেন। এজন্য একটি অ্যাপ তৈরির কাজও শেষ। এই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপলোড করতে হবে নানা পরীক্ষার রিপোর্ট। অতঃপর রোগীরা ভার্চুয়াল মাধ্যমে নির্দিষ্ট ডাক্তারকে দেখাতে পারবেন। অচিরেই অ্যাপটির নামকরণ হবে। আনুষ্ঠানিকভাবে চালুও হবে পরিষেবা। শুক্রবার ইএসআই হাসপাতাল ও ডিসপেন্সারির সঙ্গে যুক্ত শতাধিক চিকিৎসকের সঙ্গে পরিকাঠামো ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। সেখানেই এই পরিষেবা চালুর বিষয়টি চূড়ান্ত হয়। বৈঠকে ইএসআইয়ের ডেপুটি ডিরেক্টর (প্ল্যানিং) ডাঃ ময়ূখ রায়, শ্রমিক সংগঠনের নেতা এসপি তিওয়ারি, দপ্তরের উপসচিব বাদশা ঘোষাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

No comments