Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফিরল ক্লাস রুম! দু'বছর পর চালু প্রাইমারি স্কুল

ফিরল ক্লাস রুম! দু'বছর পর চালু প্রাইমারি স্কুল
 কোভিড মহামারি পরিস্থিতির পর দীর্ঘ ২৩মাস পর চালু হল প্রাথমিক বিদ্যালয়।তবে রাজ্যে সরকারের নির্দেশ অনুযায়ী পাড়ায় শিক্ষালয় প্রকল্পের পর বুধবার থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শু…

 




ফিরল ক্লাস রুম! দু'বছর পর চালু প্রাইমারি স্কুল


 কোভিড মহামারি পরিস্থিতির পর দীর্ঘ ২৩মাস পর চালু হল প্রাথমিক বিদ্যালয়।তবে রাজ্যে সরকারের নির্দেশ অনুযায়ী পাড়ায় শিক্ষালয় প্রকল্পের পর বুধবার থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হল ক্লাসরুমের বেঞ্চে বসে প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন।বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ৩ হাজার ২৬৫টি বিদ্যালয়ে ক্লাস চালু হল। দীর্ঘদিন পর স্কুল চালু হতেই খুশি ছাত্র-ছাত্রীরা থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই।বুধবার সকালে হলদিয়ার মহকুমার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে,কোথায় গোলাপ ফুল দিয়ে প্রথম দিন ছাত্রছাত্রীদের বরণ করে নিল শিক্ষক-শিক্ষিকারা।কোথাও আবার চকোলেট দিয়ে অর্ভথনা জানানো হল খুদে পড়ুয়াদের।আর বাড়িতে নয়,এবার বিদ্যালয়ে পঠন পাঠন হবে। খুশি ছাত্র ও ছাত্রীরা।আবার ফিরল স্কুলের সেই চেনা ছন্দ।চেনা কোলাহল,যার ফলে উপকৃত হবে পড়ুয়ারা।হলদিয়ার দেভোগ গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভন দাস বলেন স্কুল খোলার প্রথম দিনেই ছাত্রছাত্রীদের ভালোই উপস্থিতি ছিল।প্রায় দু'বছর পর বিদ‍্যালয় প্রাণের স্পন্দন পাওয়া গেল।ফের নতুন করে সূর্যোদয় হল।

এদিন বিরতির সময় মি-ডে-মিল খেতে উপচে পড়ল ভিড়।ভাত,ডাল,সবজি পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা।

হলদিয়ার পরাণচক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার শেঠ জানান দীর্ঘ প্রতীক্ষার অবসান হল।ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত হল বিদ‍্যালয় প্রাঙ্গণ।

No comments