শেষ্টোবল এসোসিয়েশন এর রাজ্য কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো
নদিয়ার চাকদাতে পশ্চিমবঙ্গ শেষ্টোবল এসোসিয়েশন এর রাজ্য কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো। উক্ত সভায় পশ্চিমবঙ্গ শেষ্টোবল এসোসিয়েশন এর সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী,সম্পাদক সজল চক্…
শেষ্টোবল এসোসিয়েশন এর রাজ্য কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো
নদিয়ার চাকদাতে পশ্চিমবঙ্গ শেষ্টোবল এসোসিয়েশন এর রাজ্য কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো। উক্ত সভায় পশ্চিমবঙ্গ শেষ্টোবল এসোসিয়েশন এর সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী,সম্পাদক সজল চক্রবর্তী,চেয়ারম্যান অমিতাভ চৌধুরী কে পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর পক্ষ থেকে স্মারক সম্মান তুলে দিলেন পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর সভাপতি অর্নব দেবনাথ।তার সাথে সাথে শেষ্টোবল অফিসিয়াল যারা কোর্স কমপ্লিট করেছেন তাদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন রাজ্য শেষ্টোবল এসোসিয়েশন এর সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী। সামনে জাতীয় স্তরের খেলা অনুষ্ঠিত হইবে পাঞ্জাবে তার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলো।
No comments