Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অধিক পণ্যবাহী গাড়ি ঘিরে বিক্ষোভ

অধিক পণ্যবাহী গাড়ি ঘিরে বিক্ষোভ রাজ্য সরকারের পরিবহন দফতরের নির্দেশকে উপেক্ষা করেই কিছু পণ্যবাহী গাড়ি বহন ক্ষমতা সীমের উর্ধ্বে রাজ্য সড়কের উপরে অবাধে পণ্য নিয়ে চলছে। পূর্ব মেদিনীপুরের এগরার আলংগিরিতে এ দিন স্থানীয়রা অধিক পণ্যবাহ…

 


 অধিক পণ্যবাহী গাড়ি ঘিরে বিক্ষোভ 

রাজ্য সরকারের পরিবহন দফতরের নির্দেশকে উপেক্ষা করেই কিছু পণ্যবাহী গাড়ি বহন ক্ষমতা সীমের উর্ধ্বে রাজ্য সড়কের উপরে অবাধে পণ্য নিয়ে চলছে। পূর্ব মেদিনীপুরের এগরার আলংগিরিতে এ দিন স্থানীয়রা অধিক পণ্যবাহী গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, রাজ্য সরকারের পরিবহন দফতরের নির্দেশ যে, প্রত্যেক পণ্যবাহী গাড়িকে তার বহন ক্ষমতা সীমার মধ্যে পণ্য পরিবহন করতে বাধ্য করা সত্বেও কিছু পণ্যবাহী গাড়ি বহন ক্ষমতা সীমার উর্ধ্বে পণ্য নিয়ে অবাধে প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলংগিরি দিয়ে জেলার বিভিন্ন প্রান্তে প্রবেশ করছে। স্থানীয়রা আরও জানিয়েছেন, কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমরা ব্যবসায়িক দিক থেকে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। পুলিশ - প্রশাসনকে বহুবার জানিয়েও কোন সুরাহা হয়নি। পুলিশ মোটা টাকার বিনিময়ে রাজ্য সরকারের পরিবহন দফতরের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে  অধিক পণ্যবাহী গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে। সমস্যার সমাধান না হলে আগামীদিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন।

No comments