আজ অমর একুশে,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হলদিয়ায়ভাষা শহিদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার দিনভর পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলল ভাষা দিবস উদযাপন।এদিন সকাল থেকে শিল্পশহর হলদিয়া পুরসভার ভাষা উদ্যান সহ বিভিন্…
আজ অমর একুশে,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হলদিয়ায়
ভাষা শহিদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার দিনভর পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলল ভাষা দিবস উদযাপন।এদিন সকাল থেকে শিল্পশহর হলদিয়া পুরসভার ভাষা উদ্যান সহ বিভিন্ন স্কুল,কলেজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।নাচ-গান নাটক প্রদর্শনের মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হল।হলদিয়া চৈতন্যপুর সিটাডেল সংস্থার উদ্যোগে ভাষা দিবস উপলক্ষে অঙ্কন,মাতৃভাষা বিষয়ক কবিতা,কবি সম্মেলন ও সংস্থার বার্ষিক বই প্রকাশ করা হয়।উপস্থিত ছিলেন জেলা-রাজ্যের কবি-সাহিত্যিকরা।সম্প্রতি প্রয়াত সাংস্কৃতিক জগতের বিভিন্ন শিল্পীদের স্মতিচারণ করা হয়।তাদের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য নিবেদন করে সংস্থার সদস্যরা।সন্ধ্যায় করোনা বিষয়ক "কৈলাসে করোনা" নাটক মঞ্চস্থ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।অন্যদিকে এদিন বিকেলে হলদিয়ার টাউনশীপে সেক্টর-১৩ পুজো মন্ডপে সংশপ্তক হলদিয়া আর্ট এ্যন্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে নাচ-গান কবিতা পাঠের মাধ্যমে ভাষা দিবস উপলক্ষে "অমর একুশে" অনুষ্ঠান উদযাপন করা হয়।
No comments