বার্নিংসান ক্লাব গৃহে কোভিড ভ্যাক্সিনেশন ও মেগা হেলথ ক্যাম্প
কাঁথি পৌরসভা স্বাস্থ্য দপ্তর আয়োজিত ব্লাড প্রেসার ,ব্লাড সুগার, মুখের ক্যানসার ,চোখের চেকআপ এবং কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প মঙ্গলবার আয়োজিত হল কাঁথি রুপশ্রী সিনেমা সং…
বার্নিংসান ক্লাব গৃহে কোভিড ভ্যাক্সিনেশন ও মেগা হেলথ ক্যাম্প
কাঁথি পৌরসভা স্বাস্থ্য দপ্তর আয়োজিত ব্লাড প্রেসার ,ব্লাড সুগার, মুখের ক্যানসার ,চোখের চেকআপ এবং কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প মঙ্গলবার আয়োজিত হল কাঁথি রুপশ্রী সিনেমা সংলগ্ন বার্নিং সান ক্লাব গৃহে । এই ক্যাম্পের সহায়তায় লায়ন্স ক্লাব অফ কন্টাই ।
কাঁথি পৌরসভার ৭ নং ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা এই শিবিরে যোগ দিয়েছিলেন।শিবিরে বিশিষ্ট্যদের মধ্যে উপস্থিত ছিলেন
পৌরসভার হেলথ অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক , সার্জেন ডাঃ জি কে ঘোষ, ডাঃ গৌতম জানা,দন্ত চিকিৎসক ডাঃ কৃষ্ণেন্দু বেরা এবং ভোলানাথ চক্ষু হাসপাতালের চিকিৎসকরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তরুণ মহাপাত্র, বার্নিংসান ক্লাবের কোষাধ্যক্ষ অশোক সাউ,সিদ্ধার্থ মাইতি,কাঁথি চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি ,স্বপন মাইতি প্রমূখ।
শিবির পরিচালনা করেন হেলথ কো-অর্ডিনেটর এবং লায়ন্সক্লাব অব কন্টাই এর সভাপতি লায়ন সুস্মিত মিশ্র।
luckyclub casino site live score - Lucky Club
ReplyDeleteluckyclub casino site live luckyclub.live score. You can get free spins with no deposit needed. Play for real at luckyclub casino site. 100% guaranteed.