ফের হলদিয়া রিফাইনারি এল ও বি ইউনিট ন্যাপথা লাইনে আগুন আহত 2পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া কয়েক মাস আগেই ভয়াবহ আগুন । সেই ঘটনা ঘটনা ঘটেছিল শিল্পশহর হলদিয়া আই ও সি (হলদিয়া রিফাইনারি কারখানা) আগুনে প্রায় ভূষিত হয়ে কয…
ফের হলদিয়া রিফাইনারি এল ও বি ইউনিট ন্যাপথা লাইনে আগুন আহত 2
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া কয়েক মাস আগেই ভয়াবহ আগুন । সেই ঘটনা ঘটনা ঘটেছিল শিল্পশহর হলদিয়া আই ও সি (হলদিয়া রিফাইনারি কারখানা) আগুনে প্রায় ভূষিত হয়ে কয়েকজন মারা গিয়েছিল। প্রায় ৪ জন মারা যায়। আহত হয়েছিলেন ৪০ জন তাদের কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আবার সেই কারখানায় আগুন? সবমিলিয়ে শিল্প শহর হলদিয়া রিফাইনারিতে যেন একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে।কারখানার শ্রমিকদের নিরাপত্তার সাথে সাথেই শিল্পশহর হলদিয়া বাসীর ও নিরাপত্তা সংশয় হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ।
সূত্রের খবর, ২৩ ফেব্রুয়ারি বিকেল তিনটায় হলদিয়া রিফাইনারি তে আগুন লাগে সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন কিন্তু অল্পের জন্য দুর্ঘটনা এড়িয়ে গেল। হলদিয়া রিফাইনারী'র LOB unite এ ন্যাফতা লাইন কাটিং করতে গিয়ে আগুন লাগে, তাতে Santra Enterprise এর ২ জন শ্রমিক(বাচ্চু খাঁড়া,রতন দাস) আহত হয়ে আইওসি র হাসপাতালে ভর্তি। আহত শ্রমিকরা বলেন আমরা এর আগে আগুন দেখেছি কিন্তু এবারে আগুন আরো ভয়ানক ছিল কিন্তু কর্তৃপক্ষের তৎপরতায় রিফাইনারি দুটি দমকল ইঞ্জিন তৎক্ষণাৎ আগুন নিভিয়ে ফেলে। যদিও আমরা কয়েকজন আহত হয়েছিলাম এখন বর্তমানে আমরা ভর্তি রয়েছে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।
শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শেখ নুর হোসেন এবং অমিত প্রামাণিক আহত দুজনকে দেখতে গেলেন হলদিয়া আইওসি হাসপাতালে। হলদিয়া হাসপাতালে সেখ নূর হোসেন বলেন আমাদের শ্রমিক দুজন আহত হয়েছেন গুরুতর তাদের দ্রুত সুস্থতা কামনা করি । প্রশ্ন উঠছে জনজীবনে নিরাপত্তা নিয়ে।
No comments