শিল্প শহর হলদিয়ায় পরিযায়ী পাখির আবির্ভাব, যা দেখে খুশি স্থানীরা
সম্প্রতি কয়েকমাস আগে শিল্প শহর হলদিয়ায় দূষণের কারনে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের কোপে পড়ে।সমস্যায় পড়ে বাংলার মা-মাটি-মানুষ সরকার। তবে হলদিয়া উন্নয়ন পর্ষদ, এবং হলদিয়া…
শিল্প শহর হলদিয়ায় পরিযায়ী পাখির আবির্ভাব, যা দেখে খুশি স্থানীরা
সম্প্রতি কয়েকমাস আগে শিল্প শহর হলদিয়ায় দূষণের কারনে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের কোপে পড়ে।
সমস্যায় পড়ে বাংলার মা-মাটি-মানুষ সরকার। তবে হলদিয়া উন্নয়ন পর্ষদ, এবং হলদিয়া পুরসভার যৌথ চেস্টায় দূ
ষণ মুক্ত হলদিয়ার তকমা পায়। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মুক্ত পরিবেশে শীতের মরসুমের পরিযায়ী পাখির আবির্ভাব। হলদিয়ার রানিচক এলাকা জুড়ে লাখো লাখো পরিযায়ী পাখি মুক্ত আকাশে নিজের ছন্দে উড়ে বেড়াচ্ছে। যা শিল্প শহর হলদিয়ায় এক অপরূপ পরিবেশ সৃষ্টি করেছে। হলদিয়ার প্রাথমিক স্কুল শিক্ষক ও পরিবেশ প্রেমী অনুপ পাঁজা বলেন পরিযায়ী পাখিদের বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। এদের বসবাসের জন্য অনুকূল পরিবেশ যাতে কোন ভাবেই বিঘ্নিত না হয়,সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাখিদের বাসস্থান ফিরিয়ে দিতে হবে। হলদিয়া বন্দর এর কর্মী প্রদীপ বিজলী বলেন পরিযায়ী পাখি দেখতে আমাদের কলকাতা চিড়িয়াখানায় যেতে হয়। যদি এখানেই এক সুন্দর একটি পার্ক করা যেত তাহলে বহু মানুষ এই পরিযায়ী পাখি দেখার সুযোগ পেত। যদিও হলদিয়া রিফাইনারি এবং হলদিয়া পৌরসভা উদ্যোগে হলদিয়া রিফাইনারি বাটারফ্লাই পার্ক করার উদ্যোগ নিয়েছেন জানালেন হলদিয়া রিফাইনারি হেড মিঃ পার্থ ঘোষ।
No comments