Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক্ষ্যা স্পোর্টস একাডেমীর নাট‍্য উৎসব

লক্ষ্যা স্পোর্টস একাডেমীর নাট‍্য উৎসব


লক্ষ্যা স্পোর্টস একাডেমীর নাট‍্য উৎসবপৌষের শীতের আমেজে,মিঠে রোদের চাদরে,আর খেজুর রসের মিষ্টি গন্ধে বুঁদ হয়ে আছে আমাদের প্রকৃতি।প্রকৃতির এই  মহালগ্নে লক্ষ্যা স্পোর্টস একাডেমী আয়োজন করেছিল সাং…

 



লক্ষ্যা স্পোর্টস একাডেমীর নাট‍্য উৎসব




লক্ষ্যা স্পোর্টস একাডেমীর নাট‍্য উৎসব

পৌষের শীতের আমেজে,মিঠে রোদের চাদরে,আর খেজুর রসের মিষ্টি গন্ধে বুঁদ হয়ে আছে আমাদের প্রকৃতি।প্রকৃতির এই  মহালগ্নে লক্ষ্যা স্পোর্টস একাডেমী আয়োজন করেছিল সাংস্কৃতিক মেলবন্ধন।বর্ষশেষে ৩১ ডিসেম্বর থেকে বর্ষবরনে ২রা জানুয়ারী পর্যন্ত সারা বাংলা আবৃত্তি,সঙ্গীত,নৃত্য প্রতিযোগিতা ও নাট্য সন্ধ্যার আয়োজন করেছিল।কলকাতার পাঁচটি নাটক ও জেলার দুটি নাট্যদল এই নাট্যোৎসবে অংশগ্রহণ করেছিল। নাট্যউৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখর সমাদ্দার, ত্রিপুরা ও সিকিম ন্যাশনাল এন এস ডির অধ্যাপক ডঃ সঞ্জয় সামন্ত ,নাট্য ব্যাক্তিত্ব সুরজিৎ সিনহা ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক তাপস দাস মহাশয়। প্রবীন যাত্রা শিল্পী নারায়ন মাজী ও সোমনাথ মন্ডলকে সম্মাননা-জ্ঞাপন করা হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল।শেষদিন সংস্থার তরফ থেকে মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তীকে সম্বর্ধনা দেয়া হয়। সংস্থার সম্পাদক শুভ্রাংশু প্রধান বলেন তিনদিন ধরে  শিশু-কিশোররা আনন্দে মুখরিত করেছিল আমাদের উৎসব প্রাঙ্গণ।

No comments